ধোনির পাশে দাঁড়িয়ে ওভালের গ্যালারিতে ‘বলিদান ব্যাজ’ নিয়ে হাজির ভারতীয় সমর্থকরা
Web Desk, ABP Ananda | 10 Jun 2019 11:17 AM (IST)
এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধোনির গ্লাভসে বিশেষ চিহ্ন দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন, সেটি প্যারা স্পেশাল ফোর্সের ‘বলিদান ব্যাজ’।
লন্ডন: আইসিসি-র নিষেধাজ্ঞার জেরে মহেন্দ্র সিংহ ধোনি উইকেটরক্ষার সময় পরে থাকা গ্লাভসে বিশেষ চিহ্ন ব্যবহার করতে না পারলেও, তাঁর পাশে দাঁড়িয়ে ওভালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ‘বলিদান ব্যাজ’ নিয়ে হাজির হলেন ভারতীয় সমর্থকরা। তাঁরা গ্যালারিতে সেই প্রতীক তুলে ধরেন। এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধোনির গ্লাভসে বিশেষ চিহ্ন দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন, সেটি প্যারা স্পেশাল ফোর্সের ‘বলিদান ব্যাজ’। সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়, সেটি ‘বলিদান ব্যাজ’ নয়। এ বিষয়ে বিতর্কে ধোনির পাশে দাঁড়ায় বিসিসিআই। কিন্তু আইসিসি জানায়, ধোনি যদি ফের তাঁর গ্লাভসে ওই বিশেষ প্রতীক ব্যবহার করেন, তাহলে তাঁকে প্রথমে সতর্ক করে দেওয়া হবে, পরে জরিমানা হবে। গতকাল ধোনির গ্লাভসে কোনও প্রতীক দেখা যায়নি।