লন্ডন: বিশ্বকাপে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ভিন্ন ভিন্ন লোগো লাগানো ব্যাট দিয়ে খেলছেন। এই ঘটনা ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছে। উইকেটকিপিং গ্লাভসে 'বলিদান ব্যাজ' পর্বের পর তাঁর ব্যাটে ভিন্ন ভিন্ন স্টিকার সবার নজর কেড়ে নিয়েছে। সাধারণত যে কোনও ক্রিকেটারই তাঁদের স্পনসরের একটি নির্দিষ্ট লোগো ব্যাটে লাগিয়ে খেলেন। ধোনিকেও সাধারণত 'রিবক' বা 'স্পার্টান'-এর লোগো লাগানো ব্যাট নিয়ে খেলতে দেখা যায়।কিন্তু চলতি বিশ্বকাপে অন্তত তিনটে ভিন্ন স্টিকার নিয়ে খেলতে দেখা গিয়েছে মাহিকে।

ভারতের শেষ দুটি ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ধোনিকে 'এসজি' লোগো থাকা ব্যাট নিয়ে ক্রিজে আসতে দেখা যায়। ইনিংসের পরের দিকে যখন বড় শট খেলার প্রয়োজন ছিল তখন  তাঁর ব্যাটে দেখা যায় 'বিএএস' লোগো।

এই বিষয়টি নিয়ে ধোনির ম্যানেজার অরুণ পান্ডে বলেছেন, এটা আসলে নিছক সৌজন্য, এরমধ্যে অন্য কিছু নেই। ধোনি বিভিন্ন সংস্থার লোগো তাঁর ব্যাটে ব্যবহার করলেও ওই সংস্থাগুলির থেকে কোনও অর্থ নিচ্ছেন না। এত বছরের ক্রিকেট কেরিয়ারে যারা তাঁকে বিভিন্ন সময় সাহায্য করেছে, তাদের ধন্যবাদ জানাতেই এই কাজ করছেন তিনি।

অরুণ পান্ডে বলেছেন, ধোনি অনেক বড় মনের। তাঁর অর্থের প্রয়োজন নেই। খ্যাতি ও অর্থ তাঁর পর্যাপ্ত রয়েছে। সৌজন্য হিসেবেই ওই ব্যাটগুলি ব্যবহার করছেন তিনি। 'বিএএস' তাঁর সঙ্গে শুরুর দিকে ছিল। 'এসজি'-ও তাঁর কাছে খুব সহায়ক ছিল।

কোনও নির্দিষ্ট লোগো নিয়ে খেলতে ধোনি সাধারণত ম্যাচ পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন। অস্ট্রেলিয় সংস্থা স্পার্টান স্পোর্টসের সঙ্গে চুক্তি ঘিরে আইনি জটিলতা তৈরি হওয়ায় ধোনির বর্তমানে কোনও ব্যাট স্পনসর নেই।