লন্ডন: এবারের বিশ্বকাপে খেলবে ১০টি দেশ। তবে খেলা সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে ২০০টিরও বেশি দেশে। এ বিষয়ে ২৫টি সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে আইসিসি। ভারতে বিশ্বকাপের ম্যাচগুলি সম্প্রচারিত হবে মোট সাতটি ভাষায়। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মরাঠি।
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম খেলা দেখা যাবে আফগানিস্তানে। সরকারি সম্প্রচারকারী সংস্থা রেডিও টেলিভিশন আফগানিস্তানের মাধ্যমে অন্তত দু’কোটি মানুষ খেলা দেখার সুযোগ পাবেন। চিনে ২৫টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে এবং ৯টি ম্যাচ দেরিতে দেখানো হবে। ব্রুনেই, কম্বোডিয়া, ইস্ট টিমর, ইন্দোনেশিয়া, ম্যাকাও, মঙ্গোলিয়া, মায়ানমার, পাপুয়া নিউ গিনি, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড ও ভিয়েতনামে প্রতিদিন স্থানীয় সময় অনুযায়ী দুপুরে বিশ্বকাপের ম্যাচের নির্বাচিত অংশ দেখানো হবে। এছাড়া রোজ রাত দশটা থেকে বিশ্বকাপের সেরা মুহূর্তগুলি দেখানো হবে। দক্ষিণ আমেরিকায় একটি অ্যাপের মাধ্যমে বিশ্বকাপের খেলা দেখা যাবে।
ভারতে বাংলা সহ ৭টি ভাষায়, সারা বিশ্বে ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বকাপ
Web Desk, ABP Ananda
Updated at:
22 May 2019 04:38 PM (IST)
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম খেলা দেখা যাবে আফগানিস্তানে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -