ম্যাঞ্চেস্টার: আগামী রবিবার বিশ্বকাপের মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদন্দ্বী দুই দলের ম্যাচের আগে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। খেলোয়াড় তো বটেই, দর্শক ও বিশেষজ্ঞরাও এই দ্বৈরথ নিয়ে প্রহর গুনছেন। ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর ফর্মে থাকা পাক পেসার মহম্মদ আমিরের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের আক্রমণাত্মক মেজাজে খেলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অতিরিক্ত সতর্ক থাকার পরিবর্তে আমিরকে সামলাতে ভারতীয় ব্যাটসম্যানদের আক্রমণে যেতে হবে।
বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থেকে পাকিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে, পাকিস্তান আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে।তার আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল তারা। তিনটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ী হয়েছে তারা। এই অবস্থায় পাকিস্তানকে বিশ্বকাপের আসরে আরও একবার পেড়ে ফেলাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক সচিন বলেছেন, আমিরের বিরুদ্ধে ডট বল খেলে যাওয়ার নেতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিংয়ের পক্ষপাতী নই আমি। সুযোগ পেলে ভারতীয় ব্যাটসম্যানদের তাদের নিজস্ব শট খেলা এবং ইতিবাচক থাকা উচিত।
সচিন বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিটি বিভাগেই ইতিবাচক থাকতে হবে। শরীরী ভাষাও গুরুত্বপূর্ণ-কারণ আত্মবিশ্বাসের সঙ্গে ডিফেন্স করলেও বোলারের কাছে বার্তা যাবে যে, ব্যাটসম্যান ছন্দে রয়েছে।
সচিন মনে করেন, রবিবারের ম্যাচে পাকিস্তান রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আক্রমণের লক্ষ্যবস্তু করবে। তিনি বলেছেন, ভারতের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বেশি অভিজ্ঞ রোহিত ও কোহলি। তাই পাকিস্তান প্রথমে ওদেরকে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর চেষ্টা করবে। এভাবে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবে।
সচিন বলেছেন, আমির ও ওয়াহাব রিয়াজ শুরুতেই ওই দুটি উইকেট তুলে নিতে চাইবে। কিন্তু রোহিত ও কোহলিকে বড় ইনিংস খেলার লক্ষ্য রাখতে হবে। ওরা একদিকে থাকবে এবং অন্য ব্যাটসম্যানদের খেলা ওদের ঘিরে আবর্তিত হবে, এটাই পরিকল্পনা হওয়া উচিত।
আমিরের মোকাবিলায় ভারতকে আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে, পরামর্শ সচিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2019 05:26 PM (IST)
আগামী রবিবার বিশ্বকাপের মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদন্দ্বী দুই দলের ম্যাচের আগে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। খেলোয়াড় তো বটেই, দর্শক ও বিশেষজ্ঞরাও এই দ্বৈরথ নিয়ে প্রহর গুনছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -