লন্ডন: বিশ্বকাপে ভারতীয় দলের কাছে ধাক্কা।  বাঁহাতে বুড়ো আঙুলের হাড়ে চিড়ের জন্য বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন ওপেনার শিখর ধবন।বিসিসিআই সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে যে, ধবনের আঙুলে চিড় ধরেছে এবং সেরে উঠতে প্রায় একমাস সময় লাগতে পারে। গত ৩০ মে বিশ্বকাপ শুরু হয়েছে। শেষ হবে ১৪ জুলাই।


ধবনের জায়গায় স্ট্যান্ড বাই হিসেবে থাকা ঋষভ পন্ত ও অম্বাতি রায়ডু ও শ্রেয়স আয়ারের মধ্যে কাউকে নেওয়া হতে পারে। শ্রেয়স বর্তমানে ইংল্যান্ডেই রয়েছেন।

ধবনের চোটের পর্যালোচনা করে দেখছেন ফিজিও প্যট্রিক ফারহার্ট। তাঁকে বিশ্বকাপে আর পাওয়া যাবে কিনা, সে সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।

গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন শিখর। নাথন কোল্টার-নাইলের লাফিয়ে ওঠা বলে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এরপর আঙুলের যন্ত্রনা নিয়েই ব্যাটিং করে দুরন্ত ১১৭ রানের ইনিংস খেলেন শিখর। পরে অবশ্য আর ফিল্ডিং করতে পারেননি। রবীন্দ্র জাডেজা তাঁর জায়গায় পুরো ৫০ ওভারই ফিল্ডিং করেছিলেন।
বাঁহাতের বুড়ো আঙুলের চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখতে আজ মঙ্গলবার স্ক্যান করা হয়। এই রিপোর্টে চিড় ধরা পড়েছে।
আইসিসি টুর্নামেন্ট ভারতীয় দলের গব্বরের রেকর্ড বরাবরই ভালো। ২০১৫-র বিশ্বকাপে ৫১.৫০ গড়ে ৪১২ রান করেছিলেন। করেছিলেন দুটি সেঞ্চুরিও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩-১৭)-তেও তাঁর পারফরম্যান্স দুরন্ত। এই টুর্নামেন্টগুলিতে ৭৭.৮৮ গড়ে তিন সেঞ্চুরি সহ ৭০১ রান করেছেন তিনি।