এই ট্যুইটের জন্য দলের অনুরাগীরা ইরফানের প্রশংসায় মুখর হয়েছেন।
বৃষ্টির জন্য ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। শেষপর্যন্ত ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল নিউজিল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল।
অন্যদিকে, ভারত গতবারের মতো এবারও সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। ২০১৫-র বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত।
গত মঙ্গলবার ছিল সেমিফাইনাল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ওই দিন শেষ হয়নি। এজন্য খেলা গড়ায় গতকাল বুধবার রিজার্ভ ডে-তে। মঙ্গলবার যখন ম্যাচে বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছিল, তখন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের রান ছিল ৪৬.১ ওভারে ২১১। বুধবার খেলা শুরুর পর নিউজিল্যান্ড ৫০ ওভারে আট উইকেটে ২৩৯ রান করে।
কিন্তু ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফল হয়নি ভারত। এই হারের পর অনেকেই ভারতীয় দলের সমালোচনা করেছেন। তাঁদের উদ্দেশে বার্তা দিতেই ইরফান ওই ট্যুইট করেছেন।
ওই ট্যুইটের মাধ্যমে তাঁর বার্তা, শুধু জিতলেই ভারতীয় দলের অনুরাগী, আর হারলেই সমালোচনা-এই দলে তিনি পড়েন না। তিনি জয় বা হার, যে কোনও পরিস্থিতিতেই ভারতীয় দলের অনুরাগী।