লন্ডন: বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়ে এমনিতেই চাপে পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তার উপর ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পেসার লুঙ্গি এনগিডির চোট আরও সমস্যায় ফেলে দিয়েছে ফাফ দু প্লেসির দলকে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এনগিডি। তাঁকে অন্তত ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না এই পেসার।
গতকালের ম্যাচে চার ওভার বল করেন এনগিডি। ম্যাচের সপ্তম ওভারের পরেই তিনি ড্রেসিংরুমে ফিরে যান। ম্যাচের বাকি সময়ে তিনি আর মাঠে ফেরেননি। এই পেসারের চোটের বিষয়ে দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মহম্মদ মুসাজি জানিয়েছেন, ‘ওর (এনগিডি) চোট পরীক্ষা করা হয়েছে। ওর বাঁ হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। ফলে বাংলাদেশ ম্যাচে ওকে আর বল করতে দেওয়া হয়নি। আজ ওর চোটের জায়গায় স্ক্যান করা হবে। মনে হচ্ছে ওকে এক সপ্তাহ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ও যাতে খেলতে পারে, সেই চেষ্টাই করছি।’
বুধবার ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এনগিডি ছাড়াও দলের অপর এক পেসার ডেল স্টেইনেরও চোট রয়েছে। কাঁধের চোটের জন্য প্রথম দু’টি ম্যাচেই খেলতে পারেননি স্টেইন। ফলে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের মুখোমুখি হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে।
চোটের জন্য ভারতের বিরুদ্ধে নেই লুঙ্গি এনগিডি
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2019 11:03 AM (IST)
গতকালের ম্যাচে চার ওভার বল করেন এনগিডি। ম্যাচের সপ্তম ওভারের পরেই তিনি ড্রেসিংরুমে ফিরে যান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -