লন্ডন: এবারের বিশ্বকাপ চলাকালীন বল-বিকৃতির ঘটনা নিয়ে অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রতি যেন সম্মান প্রদর্শন করা হয়। তাঁদের যেন ব্যক্তিগত আক্রমণ না করা হয়। ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের প্রতি এই আর্জিই জানালেন মইন আলি। এই অলরাউন্ডার বলেছেন, ‘আশা করি ওদের (স্মিথ-ওয়ার্নার) খুব বেশি আক্রমণের মুখে পড়তে হবে না। আমি চাই ওরা এই প্রতিযোগিতা উপভোগ করুক। ওদের যদি আক্রমণ করতে হয়, সেটা যেন মজার হয়, ব্যক্তিগত নয়।’
মইন আরও বলেছেন, ‘আমরা সবাই ভুল করি। আমরা সবাই মানুষ, আমাদের সবারই অনুভূতি আছে। আমি জানি, ওরা ভাল মানুষ। আশা করি ওদের সঙ্গে ভাল ব্যবহার করা হবে। আমি চাই শুধু ক্রিকেট নিয়েই কথা হোক।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও স্মিথ-ওয়ার্নারের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘আমাদের বুঝতে হবে, ওরাও মানুষ। আমি খুব বেশি মানুষকে চিনি না যারা হেনস্থার শিকার হতে ভালবাসে।’ এবার মইনও স্মিথ-ওয়ার্নারের পাশে দাঁড়ালেন।
স্মিথ-ওয়ার্নারের প্রতি যেন সম্মান প্রদর্শন করা হয়, ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের আর্জি মইন আলির
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2019 04:40 PM (IST)
এই অলরাউন্ডার বলেছেন, আশা করি ওদের (স্মিথ-ওয়ার্নার) খুব বেশি আক্রমণের মুখে পড়তে হবে না। আমি চাই ওরা এই প্রতিযোগিতা উপভোগ করুক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -