বিশ্বকাপে স্ট্যাম্পিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2019 05:57 PM (IST)
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচে রবীন্দ্র জাডেজার বলে কুশল মেন্ডিসকে স্ট্যাম্প করে সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপে এই নিয়ে অষ্টম স্ট্যাম্পিং করলেন ধোনি।
India's MS Dhoni stumps Sri Lanka's Kusal Mendis during the ICC Cricket World Cup group stage match at Headingley, Leeds. (Photo by Nigel French/PA Images via Getty Images)
লিডস: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচে রবীন্দ্র জাডেজার বলে কুশল মেন্ডিসকে স্ট্যাম্প করে সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপে এই নিয়ে অষ্টম স্ট্যাম্পিং করলেন ধোনি। বিশ্বকাপে স্ট্যাম্পিং করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই উইকেটরক্ষক। এক্ষেত্রে অ্যাডম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), মইন খান (পাকিস্তান) ও মুশফিকর রহিমকে পিছনে ফেললেন তিনি। তাঁরা প্রত্যেকে বিশ্বকাপে সাতটি করে স্ট্যাম্পিং করেছেন। ধোনির সামনে এখন শুধু শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুমার সঙ্গাকারা। বিশ্বকাপে তাঁর স্ট্যাম্পিংয়ের সংখ্যা ১৩। চলতি বিশ্বকাপে মন্থর ব্যাটিং কোনও কোনও মহলে সমালোচনার মুখে পড়েছে। যদিও বিশ্বকাপে স্ট্যাম্পের পিছনে তাঁর দক্ষতা সবার প্রশংসা আদায় করে নিয়েছে ।