নটিংহ্যাম: বিশ্বকাপে চমকপ্রদ অভিষেক ক্যারিবিয়ান পেসার ওশেন থমাসের। তাঁর বিধ্বংসী বোলিং শিরদাঁড়া ভেঙে দিল পাক ব্যাটিং লাইনআপের। থমাসের চার উইকেটের জেরে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১০৫ রানে।
প্রথম বল থেকেই পাক ব্যাটসম্যানদের নাকানিচোবানি খাওয়াতে শুরু করেন থমাস।তাঁর আগুনে গতি ট্রেন্ট ব্রিজের পিচে পাক ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলে দেয়। পিচের বাউন্সকে কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে তোলেন তিনি।
পাকিস্তানের মিডল অর্ডারের অন্যতম ভরসা বাবর আজমকে আউট করে বিশ্বকাপের প্রথম ম্যাচটা শুরু করেন থমাস। এরপর মদম্মদ হাফিজকে আউট করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারিতে নতুন অস্ত্রের ম্যাচের রঙ বদলে দেওয়া স্পেল আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের মতো সিনিয়রদেরও উদ্বুদ্ধ করে। তাঁরাও একের পর এক উইকেট নিতে থাকেন।
পরে বল করতে এসে শাদাব খান ও ওয়াহাব রিয়াজকে ফিরিয়ে দেন তিনি।
বিশ্বকাপে পাকিস্তানের এটাই দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই ৫০ রান করতে পারেননি।
বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন ইনিংসগুলি দেখে নেওয়া যাক এক ঝলকে:
১৯৯২-এ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৪
২০১৯*-এ নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৫
১৯৯৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লর্ডসে ১৩২
২০০৭-এ আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিংস্টনে ১৩২
২০০৩-এ কেপটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৪