নয়াদিল্লি: আগামী রবিবার বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচ নিয়ে দু’দেশেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। টেলিভিশন চ্যানেলগুলিতেও এই ম্যাচ নিয়ে বিজ্ঞাপন দেখানো শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপনে ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে বিতর্ক শুরু হয়েছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় পাল্টা ব্যঙ্গ করছেন।
৩৩ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, অভিনন্দনের মতো দেখতে এক ব্যক্তি চায়ের কাপ হাতে বসে আছেন। এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করছেন, ‘টস জিতলে কী করবে?’ জবাবে বলা হচ্ছে, ‘আই অ্যাম সরি, আই অ্যাম নট সাপোসজ টু টেল ইউ দ্যাট স্যার।’ পরের প্রশ্ন, ‘কোন ১১ জন খেলবে?’ এবারেও একই জবাব। এরপর হাত থেকে চায়ের কাপ কেড়ে নেওয়া হচ্ছে। এই বিজ্ঞাপনেরই পাল্টা জবাব দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।