নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিংহ। বর্ণময় কেরিয়ারের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। যুবিকে ‘খুব ভালো বন্ধু ও রকস্টার’ হিসেবে অভিহিত করেছেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস।
নিজস্ব ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, যুবি একজন রকস্টার, ম্যাচ উইনার, আমার খুব ভালো বন্ধু। যুবির থেকে দৃষ্টিনন্দন কোনও বাঁহাতি ব্যাটসম্যান ভারতে তৈরি হয়েছে বলে আমি মনে করি না। দারুণ সাবলীল ব্যাটিং করত ও।
শোয়েব বলেছেন, মনে আছে, ২০০৩-এ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে প্রথমবার ওর বিরুদ্ধে খেলেছিলাম। ও দারুণ একটা ইনিংস খেলেছিল। আমি ওর কাছে গিয়ে কথা বলি। খেলা সম্পর্কে ওর গভীর জ্ঞান আমাকে মুগ্ধ করেছিল।
২০১১-র বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ। ওই টুর্নামেন্টে চার হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছিলেন এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট সহর মোট ১৫ উইকেট নিয়েছিলেন তিনি।
সে কথা উল্লেখ করে শোয়েব বলেছেন, ২০১১-র ওই চমকপ্রদ পারফরম্যান্সের জন্য ও স্মরণীয় হয়ে থাকবে।
২০০৭-এ টি ২০ বিশ্বকাপে যুবরাজ ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। শোয়েব বলেছেন, ব্রডের বলে ছয়টি ছক্কা অবিশ্বাস্য কীর্তি। এরকম আমি এর আগে কখনও দেখিনি।
প্রাক্তন পাক ফাস্ট বোলার আরও বলেছেন, ও দুরন্ত ক্রিকেটার, আমার খুব ভালো বন্ধু এবং দেশপ্রেমী ভারতীয়। ভারতের হয়ে সবর্দাই ম্যাচ জিততে চাইত। ও যেখানেই ব্যাট করতে নামুক না কেন, আমরা ওকে আউট করার ওপর গুরুত্ব দিতাম। কারণ, ও একজন ম্যাচ উইনার।

প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও যুবরাজকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর ট্যুইট- দুরন্ত একটা কেরিয়ারের জন্য অভিনন্দন। তুমি ছিলে অসাধারণ ব্যাটসম্যান ও ফিল্ডার, সেইসঙ্গে তোমার ছিল বড় ম্যাচ খেলার টেম্পারমেন্টও। তোমার লড়াইয়ের ক্ষমতা অনুপ্রেরণা সঞ্চার করে। আমরা বেশ কিছু মূল্যবান সময় একসঙ্গে কাটিয়েছি। আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা।