নটিংহ্যাম: আজ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। বৃষ্টির ভ্রুকূটি রয়েছে এই ম্যাচেও। আউটফিল্ড ভিজে থাকায় টস দেরিতে হবে বলে জানা গিয়েছে। বৃষ্টির জন্য যদি খেলা না হয়, তাহলে বিরাট কোহলির দলেরই লাভ। সেক্ষেত্রে দু’দলই এক পয়েন্ট করে পাবে। লিগ টেবলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট হবে চার ম্যাচে সাত। এখন চার নম্বরে থাকা ভারতের পয়েন্ট হবে তিন ম্যাচে পাঁচ। তখন ইংল্যান্ডকে টপকে ভারতই তিন নম্বরে চলে যাবে। ইংল্যান্ড তিন ম্যাচে চার পয়েন্ট পেয়েছে।দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট চার ম্যাচে ছয়। ফলে আজকের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে ভারতীয় দলের ফায়দাই হবে।



বিসিসিআই-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, আর বৃষ্টি না হলে স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে দশটায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। এরপর জানা যাবে কখন খেলা শুরু হবে। তবে গতকাল সারারাত বৃষ্টি হয়েছে। আজ সকালে বৃষ্টি থামলেও, দুপুরে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া বিভাগ। ফলে ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছেই। বৃষ্টির জন্য চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ বাতিল হয়েছে। আজ সেই তালিকায় আরও একটি ম্যাচ যুক্ত হতে পারে।