লন্ডন: দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে চলতি বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। ৭৫ রান করে এবং একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শাকিব আল হাসান। পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়েছেন এই অলরাউন্ডার। তিনি একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ৫,০০০ রান এবং ২৫০ উইকেট নিয়েছেন। ১৯৯ ম্যাচে শাকিবের রান ৫,০৮০ এবং উইকেট সংখ্যা ২৫০।


এর আগে পাকিস্তানের দুই প্রাক্তন অলরাউন্ডার আবদুল রজ্জাক ও শাহিদ আফ্রিদি, শ্রীলঙ্কার প্রাক্তন তারকা সনৎ জয়সূর্য ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস একদিনের আন্তর্জাতিকে ৫,০০০ রান করেন এবং ২৫০ উইকেট নেন। শাকিবের আগে দ্রুততম ৫,০০০ রান এবং ২৫০ উইকেট ছিল রজ্জাকের। তিনি ২৫৮ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তাঁকে টপকে গেলেন শাকিব।

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩০ রান করে বাংলাদেশ। শাকিবের পাশাপাশি ভাল ব্যাটিং করেন মুশফিকুর রহিম (৭৮) ও মাহমুদুল্লাহ (৪৬ অপরাজিত)। দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩০৯ রান করেই থেমে যায়। বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতেও ভাল পারফরম্যান্স দেখাতে চান শাকিব।