ওয়ার্ন বলেছেন, ভারতীয় ক্রিকেটের দুরন্ত অবদান রেখে চলেছেন ধোনি। ভারতীয় ক্রিকেটকে সবকিছু দিয়েছেন।সেই ধোনির বিশ্বকাপ দলে থাকা নিয়ে কেউ প্রশ্ন তুলছে, তা আমি বিশ্বাস করতে পারি না। ধোনির অবসর নিয়ে এত কথাবার্তার প্রয়োজনটা কী! ধোনিই একমাত্র ব্যক্তি যিনি তাঁর অবসরের সঠিক সময়টা জানেন। তা বিশ্বকাপের পরেই হোক, বা টুর্নামেন্টের পাঁচ বছর পর, সেটা ধোনিই ভালো করে জানেন। ধোনি এমন জায়গায় পৌঁছেছেন যে, তিনি যখন মনে করবেন, তখন অবসর নেবেন।
২০১৮ টা খুব একটা ভালো যায়নি ধোনির। কিন্তু চলতি বছরই ফর্মে ফিরেছেন মাহি। ৮১.৭৫ গড়ে ৩২৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৮৭। কিছুদিন আগে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে ছিলেন তিনি। তাঁর উইকেটকিপিংও এখনও অন্যতম সেরা। আইপিএলে ১৫ ম্যাচে ১২ ইনিংসের ৮৩.২০ গড়ে ৪১৬ রান করেছেন ধোনি। স্ট্রাইক রেট ১৩৪.৬২।
স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে তাঁর পরামর্শ ভারতীয় দলের কাছে অত্যন্ত মূল্যবান। অধিনায়ক বিরাট কোহলি দলে ধোনির উপস্থিতির গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন।