ম্যাঞ্চেস্টার: ২০০৩ সালের বিশ্বকাপে শোয়েব আখতারের বলে আপার-কাট করে সচিন তেন্ডুলকর যে ছক্কা মেরেছিলেন, রবিবারের ম্যাচে হাসান আলির বলে রোহিত শর্মার মারা ছক্কার সঙ্গে সেটির তুলনা চলছে। আইসিসি-র পক্ষ থেকে দু’টি ভিডিও ট্যুইট করে ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে, ‘কার শটটি ভাল ছিল?’ এর জবাবে সচিন লিখেছেন, ‘আমরা দু’জনেই ভারতের এবং মুম্বইয়ের। তাই আমাদেরই জয় হচ্ছে।’



চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছেন বিরাট কোহলিরা। বৃষ্টির জন্য একটি ম্যাচ ভেস্তে যায়। ভারতের পরের ম্যাচ শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে।