লন্ডন: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। গতকাল লন্ডনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে লর্ডসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি উন্মোচিত হল। আজ থেকে ১৫ জুলাই পর্যন্ত লন্ডনের বিশ্ববিখ্যাত মাদাম তুসোয় থাকবে বিরাটের এই মূর্তি।
মাদাম তুসো লন্ডনের জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস জানিয়েছেন, ‘আগামী কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ক্রিকেটজ্বর থাকবে। তাই লর্ডসে বিরাট কোহলির মূর্তি উন্মোচন করার এটাই সেরা সময়। আশা করি ক্রিকেটপ্রেমীরা তাঁদের নায়কদের শুধু পিচেই দেখবেন না, মাদাম তুসো লন্ডনেও দেখতে আসবেন।’
মাদাম তুসো লন্ডনে সচিন তেন্ডুলকর, উসেইন বোল্ট, মো ফারার পাশে রাখা থাকবে বিরাটের মূর্তি।
আজ থেকে ১৫ জুলাই পর্যন্ত লন্ডনের মাদাম তুসোয় থাকছে বিরাট কোহলির মোমের মূর্তি
Web Desk, ABP Ananda
Updated at:
30 May 2019 11:43 AM (IST)
মাদাম তুসো লন্ডনে সচিন তেন্ডুলকর, উসেইন বোল্ট, মো ফারার পাশে রাখা থাকবে বিরাটের মূর্তি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -