মুম্বই : শ্রীলঙ্কা (১০০), অস্ট্রেলিয়ার (১০৯) পর বাংলাদেশ। চলতি বিশ্বকাপে (World Cup 2023) দক্ষিণ আফ্রিকার পাঁচ নম্বরে তাঁর তৃতীয় শতরান হাঁকিয়ে ফেললেন কুইন্টন ডি কক। স্বপ্নের ছন্দে থাকা প্রোটিয়া কিপার-ব্যাটার শুধু সেঞ্চুরিই হাঁকালেন না চলতি বিশ্বকাপের কোনও ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নজিরও গড়ে ফেলেছেন। পাশাপাশি যে ইনিংসের পথে এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে প্রথম ব্যাটার হিসেবে চারশো রানের গণ্ডিও টপকে গিয়েছেন কুইন্টন ডি কক (Quinton De Kock)। 


চলতি বিশ্বকাপে ৫ ম্যাচের শেষে ৩ টি শতরান সহ এই মুহূর্তে ডি ককের ঝুলিতে ৪০৭ রান। বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডজের বিরুদ্ধে ম্যাচ জেতানো দুরন্ত ৯৫ রানের ইনিংস খেলে ৩৫৪ রান নিয়ে যে তালিকায় শীর্ষে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটকে টেক্কা দিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন কুইন্টন ডি কক। প্রসঙ্গত, যে তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যানের ঝুলিতে ৫ ম্যাচের শেষে ৩১১ রান। দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের ম্যাচ পর্যন্ত যে পরিসংখ্যান।


বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪৮ ম্যাচের মধ্যে ২৩ খেলার শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৩০২ রান) ও নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (২৯০ রান)। বাংলাদেশের বিরুদ্ধে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে ঝুলিতে মোট ২৮৮ রান নিয়ে যে তালিকার ছয় নম্বরে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (Henrich Klassen)। বাংলাদেশের বিরুদ্ধে ২ টি চার ও ৮ টি বিশাল ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন দুরন্ত ছন্দে থাকা ক্লাসেন। 


বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস খেলে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের হাঁকানো ১৬৩ রান টপকে গিয়ে চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে ফেলেছেন ডি কক। ম্যামথ যে ইনিংস খেলার পথে ১৫ টি চার ও ৭ টি ছক্কা হাঁকান তিনি।                                                       


 


আরও পড়ুন- রেকর্ডের অপর নাম ডি কক, ব্যাটিং তাণ্ডবের মাঝে গড়লেন কোন কোন নজির ?