চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup 2023) এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। গতকাল কিউয়িদের বিরুদ্ধেও হারতে হয়েছে। তবে তার থেকেও খারাপ হল যে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) চোট। ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার। যার ফলে ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এলেন না শাকিব। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সূত্রের খবর স্ক্যান করা হবে শাকিবের। তারপরই বিশ্বকাপের আগামী ম্যাচগুলোয় শাকিব খেলতে পারবেন কি না জানা যাবে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি ১০ ওভার বলও করেন শাকিব। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তবে নিউ জ়িল্যান্ডের ইনিংসের শেষ দিকে শাকিবকে মাঠে দেখা যায়নি। 


গতকাল ম্যাচের পর বাংলাদেশের সহ অধিনায়ক বলেন, ''শাকিব ভাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে পুরো বিষয়টি।'' এদিকে গতকাল ম্যাচে খেলার সময় নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও ফের চোট লেগেছে। গতকাল টাইগারদের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। প্রায় ৯ মাসের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই রান পেয়েছিলেন। বাংলাদেশের ২৪৬ রান তাড়া করতে নেমেছিল কিউয়িরা। সেই সময় তাসকিন আহমেদকে মিড-অনে খেলিয়ে উইলিয়ামসন দ্রুত একটি সিঙ্গেল নিতে যান এবং বল থ্রো করার সময় সেটি স্টাম্পে না লেগে উইলিয়ামসনের আঙুলে লেগে যায়। সঙ্গে সঙ্গে টিমের চিকিৎসকরা বেরিয়ে আসেন ও হাতের চারপাশে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দেন। উইলিয়ামসন মাঠের চিকিৎসার পরে ব্যাটিং চালিয়ে যান কিন্তু কয়েক বল পরেই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন।


ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত


শনিবার আমদাবাদে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিজেই কারণ ব্যাখ্যা করলেন রোহিত। বললেন, 'আমরা শুরুতে বোলিং করব। এর চেয়ে বড় ম্যাচ হয় না। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আবহ দুর্দান্ত। আমাদের মধ্যে অনেকেই অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। এখানকার পিচ দুর্দান্ত। দুই ইনিংসেই পিচের চরিত্র খুব একটা বদলাবে না।' যোগ করেছেন, 'পরের দিকে শিশির পড়বে। সেটা বিরাট একটা ভূমিকা নিতে পারে। সেই কারণেই শুরুতে ফিল্ডিং করে নেওয়া। আমরা সেরা পারফরম্যান্স করতে চাই। প্রত্যেক ম্যাচেই মাঠে নেমে সেরাটা দিতে চাই।'