বিশ্বকাপের এখনও দেরি আছে, দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না, বলছেন বিজয় শঙ্কর
Web Desk, ABP Ananda | 06 Mar 2019 03:08 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের জয়ের নায়ক বিজয় শঙ্কর বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না। তামিলনাড়ুর এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি এর আগেও বলেছি, বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। কারণ, বিশ্বকাপের এখনও দেরি আছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি নিজের সেরাটা দিয়ে দলকে জেতাতে চাই।’ বিজয় আরও বলেছেন, ‘গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফি থেকে অনেক শিক্ষা পেয়েছি। চাপ কম থাকুক বা বেশি, কীভাবে নিরুত্তাপ থাকতে হয় সেটা শিখেছি। গতকালের ম্যাচে আমি জানতাম, শেষ ওভারে বল করতে হবে। তাই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তৈরি ছিলাম। ৪৩-৪৪ ওভারের পর থেকে নিজেকে বলছিলাম, যে কোনও সময় আমাকে বল করতে হবে। হয়তো শেষ ওভারে আমাকে ১০-১৫ রান আটকাতে হবে। আমি মানসিকভাবে সেটার জন্য তৈরি ছিলাম।’ অভিজ্ঞ সতীর্থ জসপ্রীত বুমরাহর পরামর্শও গতকালের ম্যাচে তাঁকে সাহায্য করেছে বলে জানিয়েছেন বিজয়। এ বিষয়ে তিনি বলেছেন, ‘৪৮ ওভারের পর বুমরাহ এসে আমাকে বলে, বল একটু রিভার্স স্যুইং করছে। ঠিক লেংথে বল করলে উইকেট পাওয়া যাবে। ওর কথা শুনে আমি ঠিক করি, রান আটকানোর একমাত্র উপায় হল উইকেট নেওয়া। তবে দলকে জেতানোর পরেও আমি মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি না।’