করাচি: আসন্ন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের পর পরিবারের সঙ্গে থাকতে পারবেন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে পাক ক্রিকেটারদের পরিবারের লোকজনের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ গত মাসে বিশ্বকাপেও পরিবারকে সঙ্গে রাখার অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় পিসিবি। এরপর পাক ক্রিকেটাররা আবেদন জানান, ১২ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর যেন স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেওয়া হল। ১৬ জুন ভারতের বিরুদ্ধে ম্যাচের পরেই পরিবারের সঙ্গে থাকতে পারবেন পাক ক্রিকেটাররা। পিসিবি-র এই সিদ্ধান্তে ক্রিকেটাররা অসন্তুষ্ট বলেই খবর।
পিসিবি-র এক আধিকারিক জানিয়েছেন, ‘অন্য দলগুলির পদক্ষেপ দেখে বিশ্বকাপে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের লোকজনকে থাকতে না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে বোর্ড।’
এর আগে বিশেষ কারণে শুধু হ্যারিস সোহেল ও আসিফ আলিকে বিশ্বকাপ চলাকালীন স্ত্রী ও সন্তানের সঙ্গে থাকার অনুমতি দেয় পিসিবি। সম্প্রতি আসিফের মেয়ের মৃত্যু হয়েছে। সে ক্যান্সারে আক্রান্ত ছিল। এই পারিবারিক বিপর্যয়ের পর আসিফের সঙ্গে তাঁর স্ত্রীকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। হ্যারিসের পরিবারে কিছু সমস্যা থাকায় তাঁর স্ত্রীকেও থাকার অনুমতি দিয়েছে পিসিবি।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের পর পরিবারের সঙ্গে থাকতে পারবেন পাক ক্রিকেটাররা
Web Desk, ABP Ananda
Updated at:
25 May 2019 07:11 PM (IST)
এর আগে বিশেষ কারণে শুধু হ্যারিস সোহেল ও আসিফ আলিকে বিশ্বকাপ চলাকালীন স্ত্রী ও সন্তানের সঙ্গে থাকার অনুমতি দেয় পিসিবি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -