ব্রিস্টল: বিশ্বকাপে অনেকে তাঁদের কালো ঘোড়া হিসাবে চিহ্নিত করছেন। কেন, সেটা বুঝিয়ে দিলেন আফগানিস্তানের ক্রিকেটারেরা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে চমকে দিল আফগানিস্তান।
দলের জয়ের নায়ক তরুণ ব্যাটসম্যান হাশমাতুল্লাহ শাহিদি। ৭৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। পাকিস্তানের ২৬৩ রান দু বল বাকি থাকতেই পেরিয়ে গেল আফগানিস্তান।
ম্যাচের প্রথমার্ধেই পাকিস্তানকে ধাক্কা দিয়েছিল আফগানিস্তান। আঁটসাঁট বোলিং করে পাকিস্তানকে মাত্র ২৬৩ রানে আটকে রেখে। পাকিস্তানের হয়ে একমাত্র নজর কাড়লেন বাবর আজম। ১০৮ বলে ১১২ রান করেন তিনি। শোয়েম মালিক ৪৪ রান করে আউট হন। বল হাতে নজর কাড়লেন মহম্মদ নবি ও রশিদ খান। নবি ৪৬ রানের বিনিয়মে তিনটি ও রশিদ ২৭ রানে দুই উইকেট নেন। বল হাতে দাপট দেখানোর পর ব্যাটেও জ্বলে ওঠেন নবি। ৩৪ বলে তিনি করেন ৪১ রান। অন্যদিকে ক্রিজ কামড়ে পড়ে ছিলেন হাশমাতুল্লাহ। ১০২ বলের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি।
শেষ মুহূর্তে বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন মহম্মদ আমির। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ছয় ওভার বল করে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। ওয়াহাব রিয়াজ ৪৬ রানে তিন উইকেট নেন। তবে শেষরক্ষা করতে পারেননি। বিশ্বকাপ শুরুর আগে এই পরাজয় পাক শিবিরের কাছে অশনি সংকেত।
নায়ক হাশমাতুল্লাহ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাক-বধ করে চমক আফগানিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
25 May 2019 03:19 PM (IST)
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -