মধ্যপ্রদেশে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে দুই ব্যক্তিকে মারধর গোরক্ষকদের, ব্যবস্থা নেওয়ার দাবি মেহবুবার
Web Desk, ABP Ananda | 25 May 2019 04:44 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যে তিনজনকে মারধর করা হয়েছে, তাঁদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়।
সেওনি: মধ্যপ্রদেশের সেওনিতে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে দুই ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল গোরক্ষকদের বিরুদ্ধে। যাঁদের মারধর করা হয়েছে, তাঁদেরই একজনকে আবার সঙ্গী এক মহিলাকে চপ্পল দিয়ে মারতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। অভিযুক্ত পাঁচ গোরক্ষকের পাশাপাশি গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ, মধ্যপ্রদেশে গোমাংস রাখা ও বিক্রি করা বেআইনি। পুলিশ সূত্রে খবর, বুধবার এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যে তিনজনকে মারধর করা হয়েছে, তাঁদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়। সেওনির পুলিশ সুপার ললিত শাক্যবর জানিয়েছেন, অভিযুক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে যাঁদের মারধর করা হয়েছে, তাঁদের কারও আঘাতই গুরুতর নয়। এদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। তিনি আশা প্রকাশ করেছেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অষ্টাদশ শতকের উর্দু কবি মীর তাকি মীরের একটি কবিতা উল্লেখ করে ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লাও এই ঘটনার নিন্দা করেছেন।