হারারে: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifier) ম্যাচে অঘটন। আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ওমান (Ireland vs Oman)। বুয়াওয়া অ্যাথলেটিক ক্লাবে গ্রুপ বি-র ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ওমান ক্রিকেট দল। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওমান অধিনায়ক। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৮১ রান তুলে নেয় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের টপ অর্ডারে প্রথম তিন ব্যাটার ব্য়র্থ হয়েছিলেন। হ্যারি টেক্টর ৮২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৫ টি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে ডকরেল ৮৯ বলে ৯১ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ডিলেনি ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন। ওমান বোলারদের মধ্যে বিলাল খান ও ফয়জ বাট ২টো করে উইকেট নেন। ওমানের অধিনায়ক জিসান মাকসুদ ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। আয়ান খান ও জে ওদেদরা ১টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওমানের ব্য়াটার। তিন জন অর্ধশতরানের ইনিংস খেলেন। ওপেনিংয়ে নেমে কাশ্যপ প্রজাপতি ৭৪ বলে ৭২ রানের ইনিংস খেলেন। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডার হাঁকান। আকিব ইলিয়াস ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন ৮টি বাউন্ডারির সাহায্যে। ওমান অধিনায়ক মাকসুদ ৬৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৪৮.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওমান। ইলিয়াস ও প্রজাপতির ৯৪ রানের পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়।
এই গ্রুপেরই অন্য ম্যাচে আরব আমিরশাহিকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৫ রান বোর্ডে তুলে নেয় লঙ্ক বাহিনী। ওপেনিংয় জুটি পাথুম নিশঙ্ক এবং দিমুথ করুণারত্নে জুটিতে ৯৫ রান তোলেন। তিন নম্বরে নেমে কুশল মেন্ডিস ৭৮ রান করেন। সাদিরা সমরবিক্রমা করেন ৭৩ রান করেন। চারিথ আসালাঙ্কা ২৩ বলে ঝোড়ো ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। হাসারাঙ্গা ১২ বলে ২৩ রান করেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৮০ রানেই অল আউট হয়ে যায় আরব আমিরশাহি দল। হাসারাঙ্গা একাই ৬ উইকেট তুলে নেন।