বেলেম: পেলের রেকর্ড ভেঙে চুরমার। বিশ্বকাপ জয়ের নিরিখে বিশ্বের সফলতম দল ব্রাজিলের (Brazil Football Team) সর্বোচ্চ গোলদাতা হিসাবে পেলের দীর্ঘ শাসনের অবসান ঘটল। তাঁর রেকর্ড ভাঙলেন তাঁরই মতো ১০ নম্বর জার্সিধারী আরেক তারকা। তিনি নেমার জুনিয়র (Neymar Jr)। বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে ফেললেন নেমার। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (World Cup Qualifiers) নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারাল ব্রাজিল। নেমার বাদেও রদ্রিগো জোড়া গোল ও রাফিনহা একটি গোল করেন।
ম্যাচের শুরুর দিকে ব্রাজিলই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। ম্যাচে এগিয়ে যাওয়ারও সুযোগ পায় সেলেসাওরা। বলিভিয়ান ফুটবলার পেনাল্টি বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ব্রাজিল। তবে নেমার পেনাল্টি কিক মিস করেন। অবশ্য গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ২৪ মিনিটে রদ্রিগো গোল করে ব্রাজিলকে কাঙ্খিত লিড এনে দেন। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই মিনিটের মাথায় অ্যান্টনির বদলে ব্রাজিলিয়ান দলে সুযোগ পাওয়া রাফিনহা গোল করেন। ৫২ মিনিটের মাথায় ব্রুনো গিমারেসের দুরন্ত থ্রু বল থেকে ম্যাচে ব্রাজিলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। নেমার ম্যাচের ঘণ্টাখানেকের মাথায় অবশেষে গোল করেন। এই গোলের সুবাদেই তিনি পেলের সর্বকালীন রেকর্ড নিজের নামে করেন। ৭৮ মিনিটে ভিক্টর অ্যাব্রেগো বলিভিয়ার হয়ে একটি গোল করেন বটে। তবে তা নিছকই সান্ত্বনা পুরস্কার ছিল।
ম্য়াচের শেষ লগ্নে, ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নেমার আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ৫-১ স্কোরলাইনে দুরন্ত জয় পায় সেলেসাওরা। এক ম্যাচের পর তাঁরা দক্ষিণ আমেরিকান যোগ্যতা অর্জন পর্বের তালিকায় আপাতত শীর্ষে রয়েছে। এর পরের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পেরুর বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। অপরদিকে, উরুগুয়েও নিজেদের ম্যাচে সহজ জয় পেল। কোচ হিসাবে মার্সেলো বিয়েলসা দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার মাঠে নেমেছিল উরুগুয়ে। চিলিকে ৩-১ হারাল বিয়েলসার দল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়েও খেতাব অধরাই রইল, যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পরাজিত বোপান্না