নিউ ইয়র্ক: দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজীব রাম (Rajeev Ram) ও জো স্যালিসবারির (Joe Salisbury) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ওপেনের (US Open 2023) ফাইনালে মুখোমুখি হয়েছিলেন রোহন বোপান্না (Rohan Bopanna) ও ম্যাথিউ এবডেন (Matthew Ebden)। দুরন্ত ফাইনালের পর শেষমেশ হতাশাই হাতে লাগল ভারত-অস্ট্রেলিয়ান জুটির। তিন সেটের ফাইনালে প্রথম সেট জিতেও, হারতে হল বোপান্নাদের। নাগাড়ে তিনবার ডাবলস ফাইনাল খেতাব জিতলেন রাজীব রামরা।


ওপেন ইরাতে প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন ৪৩ বছর বয়সি রোহন বোপান্না। তবে ইতিহাস গড়েও খেতাব জয় অধরাই রয়ে গেল বোপান্নাদের। অপরদিকে, রাজীব রাম ও জো স্যালিসবারি ওপেন ইরাতে প্রথম টেনিস জুটি হিসাবে নাগাড়ে তিনবার যুক্তরাষ্ট্র ওপেন ডাবলস খেতাব জিতলেন। দুই ঘণ্টার ম্যাচের শুরুতেই দুরন্ত টেনিস খেলে এগিয়ে যান বোপান্নারা। ৬-২ স্কোরলাইনে দাপুটে মেজাজে সেট নিজেদের নামে করেন বোপান্নারা। দুইবার রাজীব রামদের সার্ভিস ব্রেক করেন ইন্দো-অজি জুটি।


দ্বিতীয় সেটের তৃতীয় গেমে রাজীব রামরা বোপান্নাদের সার্ভিস ব্রেক করার বড় সুযোগ পেলেও, গেম পয়েন্ট বাঁচিয়ে গেম জিতে নেন বোপান্নারা। শেষমেশ রাজীবরা দ্বিতীয় সেট ৬-৩ জিতে নেওয়ায় ম্য়াচ পৌঁছয় তৃতীয় সেটে। খেতাব নির্ণায়ক সেটে সেয়ানে সেয়ানে টক্কর চলে। তবে পিছিয়ে পড়েও স্যালিসবারি, রাজীবের ব্রিটিশ-আমেরিকান জুটি ৬-৪ স্কোরলাইনে তৃতীয় সেট জিতে নেন। বোপান্নারা লড়াই করলেও, শেষরক্ষা হয়নি।


 






অপরদিকে, মহিলাদের সিঙ্গেলসে তারুণ্যের জয়জয়কার। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবেন আরিয়ানা সাবালেঙ্কা ও কোকো গফ। দুইজনের কারুর দখলেই অতীতে যুক্তরাষ্ট্র ওপেন জেতার কৃতিত্ব নেই। তাই দুইজনের সামনেই প্রথমবার ফ্লাশিং মিডোয় খেতাব জয়ের হাতছানি রয়েছে। ডব্লুটিএ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেলারুশের সাবালেঙ্কা আমেরিকার মেডিসন কিজ়কে বেশ ল়়াই ০-৬, ৭-৬, ৭-৬ স্কোরলাইনে হারিয়ে ফাইনালে পৌঁছন। অপরদিকে, ঘরের মেয়ে গফ এই মুহূর্তে বিশ্বের ছয় নম্বর স্থানে রয়েছেন। তিনি ক্য়ারোলিনা মুচোভাকে স্ট্রেট সেটে হারালেন। ম্যাচের স্কোরলাইন ৬-৪, ৭-৫। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বড়পর্দায় চৌষট্টি খোপের লড়াই, 'দাবাড়ু'র জৌলুস বাড়ালেন আনন্দ-প্রজ্ঞাননন্দ