সবচেয়ে কম টেস্ট ও ইনিংস খেলে ২৫ বার পাঁচ উইকেট দখল! বেঙ্গালুরুতে বিশ্বরেকর্ড অশ্বিনের
অন্যদিকে, ইনিংসের দিক থেকেও তিনি শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনকে পিছনে ফেলেছেন। অশ্বিন এই নজির স্পর্শ করলেন ৮৮তম ইনিংসে।
পরিসংখ্যান বলছে, মাত্র ৪৭ তম টেস্টেই অশ্বিন এই রেকর্ড করেন। তালিকায় অশ্বিনের পরই রয়েছে রিচার্ড হ্যাডলির নাম। নিউজিল্যান্ড কিংবদন্তি ৬২ ম্যাচে এই নজির স্পর্শ করেছিলেন।
এই পারফরম্যান্সের মধ্যেই অশ্বিন এদিন এক অনবদ্য রেকর্ডও গড়েন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে অশ্বিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ এবং একইসঙ্গে কম ইনিংসে ২৫ বার পাঁচ-উইকেট দখল করলেন।
চতুর্থ ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা ছিল ১৮৮ রান। কিন্তু, অশ্বিনের ঘূর্ণির সামনে বেহাল দশা হয় অসিদের। মাত্র ৩৫.৪ ওভারেই ১১২ রানে অল আউট হয়ে যায় স্মিথ-ব্রিগেড।
মঙ্গলবার রবিচন্দ্রণ অশ্বিনের (৪১ রানে ৬ উইকেট) দুরন্ত পারফরম্যান্সের দৌলতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারিয়ে দিল ভারত। এর সঙ্গেই চলতি টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরাল কোহলিবাহিনী।
সেখানে মুরলীধরণ ওই নজির স্পর্শ করেছিলেন ১০০ ইনিংসে।