সেন্ট জনস: ইডেনে টি-২০ বিশ্বকাপ ফাইনালে জয়ের নায়ক কার্লোস ব্রেথওয়েটকে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের নেতা বেছে নিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্রেথওয়েট।
সম্প্রতি ২০১২ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের নেতা ড্যারেন স্যামিকে বরখাস্ত করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। তাঁর বদলেই ব্রেথওয়েটকে নেতা নির্বাচিত করা হল। ইডেনে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে চারটি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে জেতান ব্রেথওয়েট। তারই পুরস্কার পেলেন তিনি।
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের দল নির্বাচন কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ব্রেথওয়েট টি-২০ ক্রিকেটে অন্যতম প্রতিভাবান। ওর নম্র আচরণ এবং খেলার প্রতি দায়বদ্ধতা তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারে। সেই কারণেই ওকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। আমরা আশা করছি, ভারতের বিরুদ্ধে এই সিরিজে লড়াই করবে দল।
স্যামি দল থেকে বাদ পড়লেও, ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, মার্লন স্যামুয়েলস সহ অধিকাংশ তারকা ক্রিকেটারই ফ্লোরিডায় ভারতের বিরুদ্ধে খেলবেন।
ফ্লোরিডায় ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রেথওয়েট
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2016 12:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -