নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশন (ডব্লুএফআই)-র সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে সমস্ত জাতীয় ফেডারেশনগুলিকে বলল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডব্লুডব্লু)। সম্প্রতি বিশ্বকাপে পাকিস্তানে শ্যুটারদের ভিসা না দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কুস্তির আন্তর্জাতিক সংস্থা ইউডব্লুডব্লু।
পাক শ্যুটারদের ভিসা দিতে অস্বীকারের ঘটনার পর আন্তজার্তিক অলিম্পিক কমিটি ভারতের সঙ্গে আগামী কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত আলোচনা সাসপেন্ড করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
ডব্লুএফআই সূত্রে খবর, ইউডব্লুডব্লু সমস্ত স্বীকৃতি ও সহযোগী জাতীয় কুস্তি ফেডারেশনগুলিকে ভারতীয় কুস্তি ফেডারেশনকের সঙ্গে সব ধরনের আলোচনা ও সম্পর্ক বন্ধ করার সুপারিশ করেছে।
এ বিষয়ে ডব্লুএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ বা সচিব বিনোদ তোমর-কারুরই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত মাসে দিল্লিতে বিশ্বকাপে পাক শ্যুটারদের ভিসা দিতে অস্বীকারের ঘটনায় কোনও আন্তর্জাতিক ইভেন্ট বা অলিম্পিক আয়োজনের সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। আইওসি ভারতের সঙ্গে এ ধরনের সমস্ত আলোচনা সাসপেন্ড করেছে এবং বড় কোনও টুর্নামেন্ট ভারতে যাতে না হয়, তার সুপারিশ করেছে।
পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত পাক শ্যুটারদের ভিসা দিতে অস্বীকার করেছিল। এর ফলে এই ইভেন্টে পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে দুটি অলিম্পিক কোটা বাতিল করেছিল আইওসি।
ইউডব্লুডব্লু-র নির্দেশিকা ভারতীয় কুস্তিগীরদের ওপর কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার।
বুলগেরিয়ায় ড্যান কোলোভ সদ্যসমাপ্ত ইভেন্টে ভারতীয় কুস্তিগীররা দারুণ পারফর্ম করে দুটি সোনা ও দুটি রূপোর পদক জিতে নেয়।
বজরং পুনিয়া ও পূজা ঢান্ডা সোনা ও সাক্ষী মালিক ও বীনেশ ফোগাত রূপো জেতেন।