নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেও, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সুনীল গাওস্কর। তাঁর মতে, এখনও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার আছে ধোনির।
গতকালই ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে তিনি আপাতত অবসর নিচ্ছেন না। এ প্রসঙ্গে গাওস্কর বলেছেন, ‘ধোনি যদি খেলা ছেড়ে দিত, তাহলে আমি ওর বাড়ির সামনে ধর্নায় বসতাম। ওর এখনও বিপক্ষ দলকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে। ও এক ওভারে খেলা বদলে দিতে পারে। খেলোয়াড় হিসেবে ওকে ভারতের দরকার। ও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি খুশি।’
গাওস্কর আরও বলেছেন, ‘অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ধোনি আরও ভালভাবে উইকেটকিপিং করতে পারবে। কারণ, ওকে আর ফিল্ডিং বা বোলিং পরিবর্তন নিয়ে ভাবতে হবে না। বিরাট নিশ্চয়ই ধোনিকে চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠাবে। কারণ, ধোনি ফিনিশার হলেও, বড় ইনিংস খেলতে পারে। ওকে নীচের দিকে ব্যাট করতে পাঠানোর কোনও মানে হয় না।’
ধোনির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে অবাক হননি গাওস্কর। তাঁর মতে, এটা হওয়ারই ছিল। তবে কিছুটা আগে হয়েছে। তিনি ভেবেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিরাটের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেবেন ধোনি। কিন্তু টেস্টে বিরাটের অসাধারণ সাফল্য দেখেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন ধোনি। তাঁর এই সিদ্ধান্তে ভারতীয় দলের উপকারই হবে। মাঠে বিরাটকে সাহায্য করতে পারবেন ধোনি।
ধোনি খেলা ছাড়লে ধর্না দিতাম, বললেন গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2017 04:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -