মুম্বই: ইতিহাসে নাম তুলে ফেললেন ইসি ওয়ং (Issy Wong)। ইংল্যান্ডের ক্রিকেটার শুক্রবার ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) প্রথম হ্যাটট্রিক এটাই।


শুক্রবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স উইমেন তুলেছিল ১৮২/৪। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। উত্তরপ্রদেশ ইনিংসকে গুঁড়িয়ে দেন ইংরেজ বোলার ইসি।


ইউপি ওয়ারিয়র্স ইনিংসের ত্রয়োদশ ওভার। তার আগের ওভারেই অ্যামেলিয়া কেরের বলে ১৯ রান নিয়েছেন কিরণ নবগিরে ও দীপ্তি শর্মা। ১২ ওভারের শেষে ইউপি ওয়ারিয়র্সের স্কোর তখন ৮৪/৪। এবং ম্যাচেও ভালমতোই লড়াইয়ে আছে উত্তরপ্রদেশ। বল করতে আসেন ইজি। তাঁর দ্বিতীয় বলে মিড উইকেট বাউন্ডারিতে ধরা পড়েন নবগিরে। ২৭ বলে ৪৩ রান করে ফেরেন উত্তরপ্রদেশের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার। ক্রিজে এসে নিজের প্রথম ও ওভারের তৃতীয় বলেই বোল্ড হয়ে যান সিমরন শেখ। তার পরের বল সোফি একলস্টোনের ব্যাটের কানায় লেগে স্টাম্প ভেঙে দেয়। কোনও রান না করেই ফেরেন একলস্টোন। সেই সঙ্গে হ্যাটট্রিক সম্পূর্ণ হয় ইসি ওয়ংয়ের।


সিভারের ঝড়


উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) প্লে অফ ম্যাচে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে মুম্বই ইন্ডিয়ান্সের (MI Women) স্কোর এক সময় ছিল ১৬ ওভারে ১২৮/৩। তখনও মনে হচ্ছিল, ম্যাচের লাগাম রয়েছে ইউপি ওয়ারিয়র্সের হাতে। পরের চার ওভারে সব ওলট পালট হয়ে গেল। বলা ভাল, ওলট পালট করে দিলেন ন্যাট সিভার ব্রান্ট। ৩৮ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ ৪ ওভারে ৬৬ রান যোগ করে মুম্বই! একটা সময় যেখানে মনে হচ্ছিল দেড়শো করবে মুম্বই, সেখানে তাদের ইনিংস শেষ হয় ১৮২/৪ স্কোরে। ফাইনালে উঠতে গেলে ১৮৩ রান তুলতে হতো ইউপি ওয়ারিয়র্সকে। শেষ পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হল উত্তরপ্রদেশ।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের এলিমিনেটর দেখতে হাজির হয়েছিলেন হিলির তারকা স্বামীও। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। হিলি টসের পর বলেছিলেন, 'আশা করছি মুম্বইকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পারবে আমাদের বোলাররা।'


ইনিংসের পঞ্চম ওভারে ইয়াস্তিকা ভাটিয়াকে (১৮ বলে ২১ রান) ফিরিয়ে মুম্বই শিবিরে ধাক্কা দেন অঞ্জলি সর্বাণী। দশম ওভারে পার্শভি চোপড়ার বলে ফেরেন হেলি ম্যাথিউজ (২৬ বলে ২৬ রান)। তবে উইকেটের অপর প্রান্তে ন্যাট সিভার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। ১০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৭৮/২। পরের দশ ওভারে ১০৪ রান যোগ করে মুম্বই। এবং সেটাও আর ২ উইকেট খুইয়ে। সিভারের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা।


জবাবে ব্য়াট করতে নেমে একমাত্র নবগিরে ছাড়া আর কেউই পাল্টা লড়াই করতে পারেননি। ব্যর্থ বাংলার দীপ্তি শর্মাও। ২০ বলে ১৬ রান করে ফেরেন তিনি। মুম্বইয়ের হয়ে খেলা বাংলার ক্রিকেটার সাইকা ইশাক ২৪ রানে ২ উইকেট নিয়েছেন।


আরও পড়ুন: বোর্ডের কথায় অস্ত্রোপচার নয়, আইপিএল খেলতে মরিয়া শ্রেয়সের আস্থা আয়ুর্বেদিক চিকিৎসায়!