মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারল না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তিন বল বাকি থাকতেই ন্যাট সিভার-ব্রান্টের (Nat Sciver-Brunt) ব্যাটে ভর করে ডব্লিউপিএল (WPL 2023) খেতাব জিতল পল্টনরা। ১৩১ রান তাড়া করতে নেমে সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় মুম্বই। ন্যাট অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। তাঁর দৌলতেই শিখা পাণ্ডে, রাধা যাদবের লড়াই জলে গেল।
ব্যর্থ মুম্বই ওপেনাররা
১৩২ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু শুরুটা একেবারেই ভাল করেনি। দুই মুম্বই ওপেনারই ব্যর্থ হন। হেইলি ম্যাথিউজ ১৩ ও ইয়াস্তিকা ভাটিয়া ৪ রানে আউট হন। ২৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। তবে এই অবস্থা থেকেই দুই অভিজ্ঞ তারকা, অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ন্যাট মুম্বইয়ের হাল ধরেন। দুইজনে তুলনামূলক মন্থর গতিতে হলেও, দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। দুইজনে তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন।
হরমনপ্রীত-ন্যাটের লড়াই
তবে টাইম আউটের পরেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত। শেষ পর্যন্ত লড়াই করে যায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু চাপের মুখে অ্যামেলিয়া কেরের আট বলে ১৪ রানের ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ম্যাচ জিতে নেয় মুম্বই। ন্যাট সিভারই ম্যাচের সেরা নির্বাচিত হন। আরেক মুম্বই তারকা হেইলি ম্যাথিউজ ব্যাটে-বলে টুর্নামেন্টে চমকপ্রদ পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হন। তিনি এবারের ডব্লিউপিএলে ২৭১ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংস
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। এদিন দলে এক বদল করেই মাঠে নেমেছে দিল্লি। পুনম যাদবের বদলে মিন্নু মানি দিল্লি দলে সুযোগ পান। ম্যাচের আগে দিল্লির ওপেনারদের সেরার তকমা দিয়েছিলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে এদিন ম্যাচের শুরুতেই দিল্লির ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হন ইসি ওয়ং (Issy Wong)। ১১ রানে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। গত ম্যাচে হ্যাটট্রিক নিয়ে সকলের নজর কেড়েছিলেন এই ম্যাচে নতুন বলে তাঁর ফুলটস বলই দিল্লির কাঁটা হয়ে দাঁড়ায়।
ফুলটস-কাঁটা
ফুলটস বলেই একে একে শেফালি, অ্যালিস ক্যাপসি (০) ও জেমাইমা রডরিগেজকে (৯) ফেরান ওয়ং। পরপর তিন উইকেট হারালেও টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক মেগ ল্যানিং কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন মারিজ্জানে কাপ। দুইজনে মিলে ৩৮ রান যোগ করেন। তবে অ্যামেলিয়া কের সেই পার্টনারশিপ ভাঙেন। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। ছয় রানের ব্যবধানে ছয় উইকেট হারায় দিল্লি। অ্যামেলিয়া দুই ও হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) চার ওভারে মাত্র পাঁচ রান খরচ করে তিন উইকেট নেন তিনি।
তবে ৭৯ রানে নয় উইকেট হারিয়ে ফেলা দিল্লি ক্যাপিটালসের ইনিংসে প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেন শিখা পাণ্ডে ও রাধা যাদব। দশম উইকেটে ৫২ রান যোগ করেন দুইজনে। শিখা ১৭ বলে ২৭ ও রাধা ১২ বলে ২৭ রান করেন। এই দুই তারকাই দিল্লিকে লড়াইয়ের রসদ এনে দেন।
আরও পড়ুন: গোড়ালিতে চোট, আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না তারকা ব্য়াটার?