মুম্বই: তিনি জ্যাভলিনে অলিম্পিক্স থেকে সোনার পদক জিতে ভারতীয় খেলাধুলোয় ইতিহাস গড়েছিলেন। তবে অন্যান্য খেলাতেও বেশ আগ্রহী নীরজ চোপড়া (Neeraj Chopra)। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির হয়ে গিয়েছিলেন। শুক্রবার ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল তাঁকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নীরজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল। সঙ্গে লেখা হল, 'আজকের রুদ্ধশ্বাস এলিমিনেটর ম্যাচ দেখতে কে হাজির হয়েছে দেখুন'। পাশাপাশি জানানো হয় যে, অলিম্পিক্সে সোনাজয়ী তারকার সঙ্গে একটি মজার আলাপচারিতায় করা হবে। সম্ভবত ভারতীয় ক্রিকেট বোর্ড বা ডব্লিউপিএলের তরফে তা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। নীরজের এই ছবি অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের এলিমিনেটর দেখতে হাজির হয়েছিলেন হিলির তারকা স্বামীও। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। হিলি টসের পর বলেছিলেন, 'আশা করছি মুম্বইকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পারবে আমাদের বোলাররা।'
ইনিংসের পঞ্চম ওভারে ইয়াস্তিকা ভাটিয়াকে (১৮ বলে ২১ রান) ফিরিয়ে মুম্বই শিবিরে ধাক্কা দেন অঞ্জলি সর্বাণী। দশম ওভারে পার্শভি চোপড়ার বলে ফেরেন হেলি ম্যাথিউজ (২৬ বলে ২৬ রান)। তবে উইকেটের অপর প্রান্তে ন্যাট সিভার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। ১০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় ৭৮/২।
পরের দশ ওভারে ১০৪ রান যোগ করে মুম্বই। এবং সেটাও আর ২ উইকেট খুইয়ে। সিভারের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। হরমনপ্রীত কৌর বড় রান পাননি। মুম্বই অধিনায়ক ১৫ বলে ১৪ রান করে ফেরেন। তবে সিভার সেই খামতি পুষিয়ে দেন। অ্যামেলিয়া কের ১৯ বলে ২৯ রান করেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দীপ্তি শর্মা ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। সব মিলিয়ে রানের পাহাড়ে মুম্বই। এখান থেকে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য অগ্নিপরীক্ষা দিতে হবে ইউপি ওয়ারিয়র্সের ব্য়াটারদের।