অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিত্যযাত্রীদের। কারণ আগামীকাল থেকে শিয়ালদা মেন লাইনে কিছুটা কমবে বাতিল ট্রেনের সংখ্যা। যদিও পুরোপুরি স্বাভাবিক হবে না ট্রেন চলাচল। কারণ আগামী ২০ মার্চ পর্যন্ত শিয়ালগা মেন লাইনে ট্রেন বাতিল জারি থাকবে। 


গত ৩ দিন ধরে ট্রেন যোগাযোগ নিয়ে প্রবল সমস্যা ছিল। একাধিক ট্রেন ভীষণ দেরিতে চলেছিল। রেল সূত্রের খবর, আগামীকাল থেকে সময়েই চলবে ট্রেন। তেমন হলে মঙ্গলবার থেকে ট্রেন কম থাকলেও খুব সমস্যার মধ্যে নিত্যযাত্রীরা পড়বেন না বলে মনে করা হচ্ছে।


কেন এই ভোগান্তি:
কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে থার্ড লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। ট্রেন বাতিল, ট্রেন লেট চলায় দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা।


কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার।  ইতিমধ্যেই শেষ হয়েছে একাংশের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, বাকি কাজ শেষ করার জন্য  শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক থাকবে মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত। সোমবার পর্যন্ত এই কাজের জন্য প্রতিদিন বাতিল করা হয়েছে ২৫ জোড়া ট্রেন। শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়ে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত শিয়ালদা মেন সেকশনের কল্যাণী স্টেশন পর্যন্ত চলাচলকারী ১৩ জোড়া ট্রেন বাতিল হবে। কল্যাণী পেরিয়ে যায় এমন লোকাল ট্রেন বাতিল হবে ৬ জোড়া করে। 
তবে ট্রেন লেট করার সমস্যা মঙ্গলবার থেকে আর থাকবে না বলে আশ্বাস দিয়েছে পূর্ব রেল। 


মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে  কোনও ট্রেন যাতে বাতিল না হয় সেদিকে নজর রাখা হয়েছে। কয়েকদিন ধরে ট্রেনের সমস্যার কারণে মেন লাইনে যাতায়াতে প্রবল সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। ট্রেন দেরি করায় প্রবল ভোগান্তি হচ্ছে তাঁদের। 


এর আগে দোলের জন্য়ও বাতিল হয়েছিল বেশ কিছু ট্রেন। দোলের জন্য শিয়ালদা ডিভিশনে ২৩৩টি লোকাল ট্রেন বাতিল হয়েছিল। হাওড়া ডিভিশনে রবিবারের সূচি মেনে চলেছিল লোকাল ট্রেন।


আরও পড়ুন: গ্রুপ সি'র একাধিক শূন্যপদে শুরু হবে কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির