বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামবে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। চিন্নাস্বামীতে নিজের ঘরের মাঠে চলতি মরশুমে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচ খেলতে নামবে স্মৃতি মন্ধানারা দল। প্রতিপক্ষ অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স। গতকাল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। ব্যাট করতে নেমে এস সজনা শেষ বলে ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত জয় এনে দেন মুম্বইকে।
ঘরের মাঠে চেনা পরিবেশ, চেনা সমর্থকদের মাঝে আজ এগিয়ে থেকেই মাঠে নামবেন স্মৃতিরা। তবে পাশা ওল্টাতে প্রস্তুত থাকবে হিলির দলও।
কাদের ম্যাচ?
উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্য়াচ
কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৬.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন
অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিছুটা এগিয়ে রয়েছে। স্মৃতি, এলিসা পেরির মত অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। এছাড়াও বাংলার রিচা ঘোষকে দেখা যাবে উইকেটের পেছনে। এছাড়াও সাব্বিনেনি মেঘনার ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে। তবে অন্য়দিকে চাপ বাড়াতে পারেন দীপ্তি শর্মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। মহিলা ক্রিকেটে বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার দীপ্তি। ব্যাট হোক বা বল, প্রয়োজনের সময় দলকে ভরসা জোগান দীপ্তি। এছাড়াও ইউপির ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে এলিসা হিলিকে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের তিন ফর্ম্য়াটেই কিছুদিন আগে নেতৃত্বভার পেয়েছেন। গত মরশুমে নিজে ভাল খেললেও দলকে জেততে পারেননি। এবার তাই বাড়তি তাগিদ থাকবে। ইউপির বোলিং লাইন আপে সোফি একেলস্টোন ও তাহিলা ম্য়াকগ্রা রয়েছেন। যাঁরা স্মৃতিদের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরাতে পারেন।
গতকাল প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলে নেয়। দিল্লির হয়ে অ্য়ালিস ক্যাপসি ৭৫ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথমে ই.য়াস্তিকা ভাটিয়ার ৫৭ ও পরে হরমনপ্রীত কৌরের দ্রুত গতির ৫৫ রানের সৌজন্যে ম্য়াচ জিতে যায় মুম্বই শিবির।