WPL 2024: আজ ২২ গজে হরলীন না হরমন, কে করবেন বাজিমাত? কখন, কোথায় দেখবেন গুজরাত বনাম মুম্বই ম্য়াচ?

Gujrat Giants vs Mumbai Indans: আজ অভিযান শুরু করতে চলেছে গুজরাত জায়ান্টস। প্রতিপক্ষ প্রথম ম্য়াচের জয়ী দল মুম্বই। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে গতবার খেতাবও ঘরে তুলেছিল মুম্বই শিবির।

Continues below advertisement

বেঙ্গালুরু: সবে মাত্র দ্বিতীয় সংস্করণ। এমনকী চলতি মরশুমে দুটো ম্য়াচই হয়েছে এখনও পর্যন্ত। কিন্তু এরমধ্যেই জনপ্রিয়তার শিখরে জায়গা করে নিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (Womens Premier League)। পরপর দুটো ম্য়াচে রুদ্ধশ্বাস খেলা হয়েছে। শেষ বল পর্যন্ত থ্রিলার দেখতে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) রান তাড়া করতে নেমে হারিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। অন্যদিকে গতকাল ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২ রানে জয় ছিনিয়ে নেয় রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ টুর্নামেন্টের তৃতীয় ম্য়াচে নিজেদের অভিযান শুরু করতে চলেছে গুজরাত জায়ান্টস। প্রতিপক্ষ প্রথম ম্য়াচের জয়ী দল মুম্বই। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে গতবার খেতাবও ঘরে তুলেছিল মুম্বই শিবির। এবারও জয় দিয়ে অভিযান শুরু করেছে তারা। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়বে হরমনপ্রীতদের।

Continues below advertisement

কাদের ম্যাচ?

উইমেন্স প্রিমিয়ার লিগে আজ গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের

কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে

কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন

বেথ মুনির নেতৃত্বে উইমেন্স প্রিমিয়ার লিগে খেলতে নামবে গুজরাত জায়ান্টস। দলে ভারতীয় তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন হরলীন দেওল, স্নেহ রানা, তনুজা কনওয়ার, বেদা কৃষ্ণমূর্তির মত মহিলা ক্রিকেটাররা। এছাড়াও অ্যাশলে গার্ডনার, লরা ওলভার্ডাট, ক্যাথরিন ব্রিসের মত বিদেশি ক্রিকেটার দলে রয়েছে গুজরাতের। পুরুষদের আইপিএলে গুজরাত টাইটান্স অভিষেক মরশুমেই আইপিএল জিতে নিয়েছিল। মেয়েদের আইপিএলে গত মরশুম ভাল যায়নি। এবার কি পাশা ওল্টাতে পারবেন গুজরাতের প্লেয়াররা?

উল্লেখ্য, গতকাল দ্বিতীয় ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৫৭ রানই বোর্ডে তুলতে পেরেছিল। দলের হয়ে ৩৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন বাংলার রিচা ঘোষ। সাব্বিনেনি মেঘালা ৫৩ রান করেন। জবাবে ব্য়াটিং করতে নেমে ইউপি ওয়ারিয়র্স ১৫৫ রানেই থেমে যায়। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। সুযোগ ছিল দীপ্তি শর্মার কাছে। কিন্তু তিনি ব্যর্থ হন। আগের ম্য়াচে মুম্বইয়ের সাজীবন সজানা শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন।

Continues below advertisement
Sponsored Links by Taboola