কলকাতা: ক্যানসারের ওষুধ পাওয়া যাবে মাত্র ১০০ টাকায় (Rs 100 Cancer Medicine)। আগামী জুন-জুলাই মাসে তা বাজারে আসতে পারে বলেও জানিয়েছেন টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের (Tata Memorial Institute) গবেষকরা। তবে এই ওষুধ কতটা কার্যকরী হবে ? এবার এই নিয়ে প্রশ্ন উঠল বিশেষজ্ঞমহলে। মাত্র ১০০ টাকার এই ওষুধ কতটা আটকে রাখতে পারবে ক্যানসার ফিরে আসা ?


হিউম্যান ট্রায়ালই (Human Trial) বলবে শেষ কথা


সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে চিকিৎসকরা জানাচ্ছেন, হিউম্যান ট্রায়ালের কথা। হিউম্যান ট্রায়ালই বলবে এই ওষুধ আদৌ কতটা কার্যকরী।  এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ বিজ্ঞানী রাজেন্দ্র দা জানিয়েছেন, ওই ওষুধ কিছু ইঁদুরের শরীরে প্রবেশ করানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, ক্যানসার কোশের ক্রোমাটিন পার্টিকলকে নষ্ট করে দিচ্ছে ওই ওষুধ। প্রসঙ্গত, এই ক্রোমাটিন পার্টিকলই ক্যানসার ফিরিয়ে আনে। সুস্থ কোশে প্রবেশ করে কোশকে ক্যানসার কোশে পাল্টে ফেলে এই কণা। তবে ইঁদুরের উপর পরীক্ষাই শেষ কথা বলতে পারে না বলেই মত চিকিৎসকদের।


১০০ টাকার ওষুধ নিয়ে কী মত চিকিৎসকদের


গঙ্গারাম হাসপাতালের মেডিক্যাল অঙ্কোলজির চেয়ারম্যান চিকিৎসক শ্য়াম আগরওয়াল আইএএনএস-কে জানান,  এটি প্রতিষ্ঠিত পদ্ধতি মেনে এখনও পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। তাই প্রচলিত ক্যানসার চিকিৎসার বিকল্প হতে পারে না এই ওষুধ। তবে আরেক চিকিৎসক রাজীব জয়দেবন তাঁর এক্স হ্যান্ডেলে জানান, এটি কিছুটা বাড়িয়ে দাবি করা হয়েছে। তবে গবেষণাটি নিঃসন্দেহে ‘ইন্টারেস্টিং’ ও প্রশংসাযোগ্য বলে জানিয়েছেন আইএমএ কোভিড টাস্ক ফোর্সের চিকিৎসক।


প্রিঅক্সিডেন্ট ওষুধ থেকে বিপদের আশঙ্কাও কী থাকছে ?


চিকিৎসক রাজীব জয়দেবনের কথায়, বিজ্ঞানীরা রেসভেরাট্রল ও কপারের (R+Cu) একটি কম্বিনেশন প্রয়োগ করেছেন ইঁদুরের উপর। এর আগে এই নিয়ে হিউম্যান ট্রায়াল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ওষুধটি সেল ফ্রি ক্রোমাটিন পার্টিকলকে ধ্বংস করে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। 


রাজীবের কথায়, এই ওষুধ আদতে একটি প্রিঅক্সিডেন্ট। অর্থাৎ রক্তে প্রবেশ করে এটি অক্সিজেন র‌্যাডিকেল তৈরি করে। যা ক্যানসারের কালপ্রিটকে মারার পাশাপাশি কোশের ডিএনএ-এরও ক্ষতি করতে পারে। তাই হিউম্যান ট্রায়াল না করে শেষ কথা বলা যাবে না। হিউম্যান ট্রায়াল অর্থাৎ মানুষের উপর প্রয়োগ সফল হলে তবেই তা বাজারে আনা যাবে।


আরও পড়ুন - Cancer: ক্যানসারের ওষুধ মাত্র ১০০ টাকায় ! জুন-জুলাই মাসেই বাজারে ?