বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগের চতুর্থ ম্য়াচে আজ মুখোমুখি হতে চলেছে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও গুজরাত জায়ান্টস (Gujrat Giants)। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) বনাম হরলীন দেওল (Harleen Deol)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) ২ হার্টথ্রব। প্রথমজন ক্যাপ্টেন হিসেবে খেলছেন। অন্যদিকে দ্বিতীয় জন গুজরাত জায়ান্টস দলের অন্যতম ভরসা। যদিও স্মৃতির আরসিবি প্রথম ম্য়াচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে জিতলেও গুজরাত কিন্তু হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই হিসেবে আজকের ম্য়াচে হরলীনদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলতে মরিয়া থাকবে বেথ মুনির দল।


কাদের ম্যাচ?


উইমেন্স প্রিমিয়ার লিগে আজ গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের


কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে


কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন


প্রথম ম্য়াচে জয়ের ফলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আরসিবির। তবে সেই ম্য়াচে রান পাননি স্মৃতি। টপ অর্ডারও খুব একটা সফল হয়নি সব্বিনেনি মেঘানা ছাড়া। তিনি অর্ধশতরান করেন। তবে দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট রিচা ঘোষের আক্রমণাত্মক ব্যাটিং। এই মুহূর্তে মহিলা ক্রিকেটের ভারতের অন্যতম ধারাবাহিক পারফর্মার রিচা। শিলিগুড়ির এই ক্রিকেটার ৩৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেছিলেন সেদিন। তাঁর ও সাব্বিনেনির ইনিংসই আরিসিবিকে দেড়শোর গণ্ডি পার করিয়ে দিতে সাহায্য করেছিল। এরপর বল হাতে দলকে ভরসা জোগান আশা শোভানা। একাই পাঁচ উইকেট নেন তিনি। যদিও খেলা একসময় পঞ্চাশ পঞ্চাশ পরিস্থিতিতে ছিল। সেখান থেকে ২ রানে ম্য়াচ জেতে আরসিবি। 


অন্যদিকে গুজরাত জায়ান্টসকে ৫ উইকেটে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং ব্রিগেড একেবারেই পারফর্ম করতে পারেনি প্রথম ম্য়াচে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৬ রানই বোর্ডে তুলতে পেরেছিল। হরলীন নিজেও রান পাননি আগের ম্য়াচে। আজকের ম্য়াচে অবশ্য় হরলীন চাইবেন রানে ফিরতে। স্নেহ রানা ও বেদা কৃষ্ণমূর্তিরাও আগের ম্য়াচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 


লন্ডনে গোড়ালির সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরছেন, নিজেই জানালেন শামি