নয়াদিল্লি: রাজধানীর বুকে কুস্তিগীরদের প্রতিবাদ (Wrestler Protest) গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই সংসদ অভিযানের ডাক দিয়েছিলেন কুস্তিগীররা। কিন্তু মাঝপথে তাঁদের আটকায় পুলিশ। চূড়ান্ত ধস্তাধস্তি করে প্রিজন ভ্যানে তোলা হয় দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ীদের। যে দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের অন্যান্য ক্রীড়াবিদরা। সুনীল ছেত্রী থেকে শুরু করে নীরজ চোপড়া, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন অনেকেই।


জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন। যেভাবে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের বলপূর্বক আটক করেছে পুলিশ, সেটা মেনে নিতে পারছেন না সুনীল। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কেন আমাদের কুস্তিগীরদের এভাবে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়। আমি আশা করি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে'। 


অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে সোনা জিতে ইতিহাস সৃষ্টিকারী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াও নিন্দা করেছেন কুস্তিগীরদের ওপর কড়া পুলিশি পদক্ষেপের। নীরজ চোপড়া ট্যুইট করেছেন, 'দেখে খুব কষ্ট হচ্ছে। ক্রীড়াবিদরা নিজেদের দাবি জানাতে আজ রাস্তায়। ওরা এই দেশকে, আমাদের গর্বিত করেছে। আজ ওদের এই অবস্থা!' তিনি আরও লেখেন, 'ক্রীড়াবিদদের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় দেখে আমার কষ্ট হয়। জাতি হিসাবে আমরা প্রতিটি মানুষের অখণ্ডতা ও মর্যাদা রক্ষার জন্য দায়ী। যা ঘটছে তা কখনই হওয়া উচিত নয়। এটি একটি সংবেদনশীল ব্যাপার। এই ব্যাপারটাকে অন্যভাবে মোকাবিলা করা উচিত ছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।'


 




বক্সার বিজেন্দ্র সিংহ সাক্ষী মালিককে পুলিশের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। বিজেন্দ্র ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, 'আজ আমাদের পালা। কাল তোমাদের। সবাইকেই কখনও না কখনও এই পরিস্থিতির মুখে পড়তে হবে'।


 






ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ইনস্টাগ্রামে লিখেছেন, 'এরা কি কোনওদিনও ন্যায়বিচার পাবে?' তবে মহেন্দ্র সিংহ ধোনি-বিরাট কোহলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মহাতারকারা গোটা ঘটনায় নীরব রয়েছেন বলে সমালোচনাও হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশের ক্রীড়াবিদরা যখন আক্রান্ত, ন্যায়বিচার পাচ্ছেন না, তখন কেন মুখ বুজে রয়েছেন কোহলিরা?




আরও পড়ুন: ABP Exclusive: ভারত vs পাকিস্তান না হলেও ইডেনে হয়তো বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত, পাকিস্তান দুই দলই