নয়াদিল্লি : রাস্তা থেকে উঠল কুস্তিগিরদের আন্দোলন (Wrestlers Protest)। তবে আন্দোলনের রাস্তায় হাঁটা যে তাঁরা থামাচ্ছেন না, তা সাফ বুঝিয়ে দিলেন সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়ারা (Bajrang Punia)। দীর্ঘ ছ'মাস ধরে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন দেশের একাধিক শীর্ষস্থানীয় কুস্তিগির। যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন রেসলিং ফেডারেশন এফ ইন্ডিয়ার Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ শরন সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে।


যন্তরমন্তরে দীর্ঘদিন ধর্না থেকে হরিদ্বারে গঙ্গায় দেশের হয়ে জেতা পদক বিসর্জন দিতে যাওয়ার শপথ। একাধিক ঘাত-প্রতিঘাত দেখেছে কুস্তিগিরদের রাস্তার আন্দোলন। দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে রাজধানীর রাস্তায় ফেলে দেশের শীর্ষ কুস্তিগিরদের টেনে হিঁচড়ে ধরপাকড়ের পর নিন্দার ঝড় বয়ে গিয়েছিল দেশে। বিজেপি-র প্রভাবশালী সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তের দাবি জোরদার হয়েছিল। শেষমেশ খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গোটা পরিস্থিতি সামলাতে নামেন। কুস্তিগিরদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ সমস্ত অভিযোগ নিয়ে শুরু করে তদন্তও। যদিও এখনও তা চলছে।


তদন্ত প্রক্রিয়া চলার মাঝে এভাবে কুস্তিগিরদের 'রাস্তা' থেকে সরে যাওয়াতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবার আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন কুস্তিগিররা ? যদিও তেমনটা মানতে নারাজ সাক্ষী, বজরংরা। আন্দোলন তারা আদালতে জারি রাখবেন বলেই জানিয়েছেন কুস্তিগিররা।






কিছুদিন আগেই মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়ি গিয়ে বেশ কয়েক দফা দাবি পেশ করেছিলেন কুস্তিগিররা। কৃষক নেতা রাকেশ টিকায়েতেতর সঙ্গে দিয়ে কুস্তিগিররা যে ৫ দাবি জানিয়েছেন, সেগুলি হল -


১) অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা এবং কুস্তি সংস্থায় নির্বাচন করা।


২) ব্রিজভূষণ ও তাঁর পরিবারকে কুস্তি সংস্থা থেকে আজীবন দূরে রাখা।


৩) প্রতিবাদরত কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া FIR প্রত্যাহার।


৪)  জাতীয় কুস্তি সংস্থায় অবাধ নির্বাচন।


৫) কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে বসানো।                                                    


আরও পড়ুন- নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করলেন মেসি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial