বুয়েনস আইরস: রবিবার আর্জেন্তিনার রাজধানীতে নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের (Newell's Old Boys) বিরুদ্ধে আর্জেন্তিনার (Argentina Football Team) হয়ে দুরন্ত হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্তাইন কিংবদন্তি মেসির শহর রোজারিওরতে তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাক্সি রডরিগেজের বিদায়ী ম্যাচ উপলক্ষ্যে মাঠে নেমেছিলেন মেসি। 


মেসির হ্যাটট্রিক


মার্সেলো বিয়েলসার নামাঙ্কিত স্টেডিয়ামে ম্যাক্সি রডরিগেজের বিদায়ী ম্যাচ আয়োজিত হয়েছিল। সেখানে মেসি, দি মারিয়া, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছাড়াও একাধিক তারকা ফুটবলার অংশগ্রহণ করেছিলেন। এইদিন নিউওয়েল ওল্ড বয়েজ এবং আর্জেন্তিনার মধ্যে এক প্রদর্শনী ম্যাচের আয়েজন করা হয়েছিল। বার্সেলোনাতে যোগ দেওয়ার এককালেই এই নিউওয়েল ওল্ড বয়েজেই মেসি নিজের বাল্যকালের একাংশ কাটিয়েছেন। শনিবারই আবার মেসির জন্মদিনও গিয়েছে। তার পর পরই এই ম্যাচ আয়োজিত হয়। সেই কারণেই ম্যাচের শুরুতে মাঠে উপস্থিত জনগণ মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রণধ্বনি তোলে। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪২ হাজার দর্শকদের কিন্তু হতাশ করেননি মেসি। হ্যাটট্রিক করে দর্শকদের মাতান আর্জেন্তাইন তারকা। তাঁর তিন গোলের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি-কিকও ছিল। 


ম্যাচের মাত্র চার মিনিটের মাথাতেই মেসিই দুর্দান্ত ফ্রি-কিক দিয়ে গোলের খাতা খোলেন। প্রথমার্ধেই ম্যাচের ৩৬ মিনিটে গোলকিপারের মাথার উপর দিয়ে সুন্দর চিপে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। তবে তিন গোলের মধ্যে সম্ভবত তৃতীয় গোলটিই সবথেকে দৃষ্টিনন্দন ছিল। মেসি পেনাল্টি বক্সের মধ্যে নিজের বুকে বলটিকে নিয়ে নিয়ন্ত্রণে আনেন। তারপর তা মাটিতে পরার আগেই দুরন্ত ভলিতে জালে জড়িয়ে দেন। তবে মেসির হ্যাটট্রিক সত্ত্বেও তাঁর দল ম্যাচটিতে ৫-৭ গোলে পরাজিত হয়। নিজের বিদায়ী ম্যাচে দুই দলের হয়েই গোল করেন ম্যাক্সি রডরিগেজ।


মেসির প্রতিক্রিয়া


ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আপ্লুত মেসি বলেন, 'আমি বহুদিন পরে রোজারিওতে নিজের পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে এইবারই নিজের জন্মদিন পালন করছি।' এর পাশাপাশি বিশ্বকাপ জেতাটা তাঁর কাছে যে কতটা বিশেষ অনুভূতির ছিল, তাও ব্যক্ত করেন তিনি। 'আমি তখনই বলেছিলাম, এবার আমাদেরই বিশ্বজয়ের পালা ছিল। তবে আমরা ছাড়াও প্রচুর খেলোয়াড় রয়েছেন যারা জাতীয় দলের হয়ে দারুণ দারুণ কাজ করেছেন। তবে দুর্ভাগ্যবশত তাঁরা বিশ্বকাপটা জিততে পারেনি। এই যা।' বলেন 'এলএম১০'।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা