নয়াদিল্লি: কুস্তি বিতর্কে নয়া মোড়৷ এবার ট্রায়ালের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সুশীল কুমার৷ সুশীল না নরসিংহ, রিও অলিম্পিকে কে অংশ নিতে পারবে, তা ঠিক করতেই ট্রায়ালের আবেদন৷ শীঘ্রই তিনি দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে সেই চিঠি গ্রহণ করা হবে৷ প্রধানমন্ত্রীও সুশীলের সঙ্গে দেখা করবেন বলে তাঁর দফতরের তরফে জানানো হয়েছে৷ সূত্রের খবর, রিও অলিম্পিকে অংশগ্রহণকারী সম্ভাব্য যে কুস্তিগিরদের তালিকা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে, তাতে নাম নেই দুবারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের৷ আর, তাই বিতর্কের আগুনে ঘি ঢালে৷
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৪ কেজি বিভাগের কুস্তিতে ব্রোঞ্জ জয়ের সুবাদে অলিম্পিক দলে জায়গা পেয়েছেন নরসিংহ যাদব৷ চোটের কারণে ওই ইভেন্টে নামতে পারেননি সুশীল কুমার৷ নিয়ম অনুসারে, ওই বিভাগে কেবলমাত্র একজনই অলিম্পিকে যেতে পারেন৷  এরপরই শুরু হয় দুই কুস্তিগিরের টক্কর৷ এদিকে, নরসিংহের সাফ কথা, রিও অলিম্পিকে অংশগ্রহণের অধিকার আমার। কারণ আমিই যোগ্যতা অর্জন করেছি৷
অচলাবস্থা কাটাতে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে ভারতীয় কুস্তি ফেডারেশন৷ দুই কুস্তিগিরের মধ্যে ট্রায়াল নেওয়া হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ওইদিনই৷ বৃহস্পতিবারই হয়তো কাটতে চলেছে কুস্তি বিতর্কের জট৷