নয়াদিল্লি: সময়ে প্রয়োজনীয় নির্বাচন আয়োজন করে, বোর্ড গঠন করতে পারেনি ভারতীয় কুস্তি সংস্থা (Wrestling Federation of India)। সেই কারণেই বিরাট শাস্তির মুখে পড়তে হল তাদের। কুস্তির সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের (United World Wrestling) তরফে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হল। এই বিষয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শীঘ্রই আইএ-র তরফে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে এই চিঠির কী জবাব দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করা হবে।


বেলগ্রেডে আয়োজিত আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় দল বিশ্ব কুস্তি সংস্থার পতাকা নিয়েই প্রতিযোগিতা করবে।  এ বছরের জুন মাসের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন আয়োজনের কথা ছিল। কিন্তু একের পর এক বিতর্কে জড়ানোয় তা সম্ভব হয়নি। ভারতীয় কুস্তিগীরদের বিক্ষোভ এবং না না রাজ্য সংস্থার সরকারি চিঠির ফলে ক্রমশ পিছিয়েছে নির্বাচন। ১২ অগাস্ট ভারতীয় কুস্তি সংস্থার ১৫টি পজিশনে নির্বাচন হওয়ার কথা ছিল। সোমবারই নয়াদিল্লির অলিম্পিক ভবনে বোর্ডপ্রধান হওয়ার জন্য চার জন মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন বিদায়ী প্রধান ব্রিজভূষণ সিংহের ঘনিষ্ঠ বলে পরিচিত সঞ্জয় সিংহও।   


চণ্ডীগড় কুস্তি সংস্থার দর্শন লালকে সাধারণ সম্পাদক ও উত্তরাখণ্ডের এসপি দেশওয়ালকে কোষাধ্যক্ষের পদের জন্য ব্রিজভূষণের শিবিরের তরফে মনোনীত করা হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও নির্বাসনের মুখে পড়তে হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। এ বছরের জানুয়ারিতে প্রথমবার ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হয়। মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে কুস্তিগীররা আন্দোলনে নামলে, ফের একবার নির্বাসিত হয় সংস্থা। এই ডামাডোল পরিস্থিতিতে বর্তমানে ভুপিন্দর সিংহ বাজওয়ার তত্ত্বাবধানে ভারতীয় অলিম্পিক্সস অ্যাসোসিয়েশনই কুস্তি সংস্থার দায়িত্ব সামলাচ্ছে।


তবে নির্বাচনের আয়োজন করে দ্রুতই বোর্ড গঠন না করলে যে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসনের আওতায় পড়তে হতে পারে, সেই বিষয়ে আগেই কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সাবধান করা হয়েছিল। এবার সেইমতোই নির্বাসিত হতে হল ভারতীয় বোর্ডকে। এই নির্বাসন কবে তোলা হবে, এবার সেইদিকেই তাকিয়ে সকলে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কলকাতা ফুটবল লিগে টালিগঞ্জের বিরুদ্ধে বড় জয় মহামেডানের