কলকাতা: অল্পের জন্য ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো হয়নি। ছাঁটাই হচ্ছেন কোট মেহরাজউদ্দিন ওয়াডুও। তবে এইসবের মধ্যেই কলকাতা ফুটবল লিগে বড় জয় পেল মহামেডান (Mohammedan Sporting)। কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2023) (টালিগঞ্জ অগ্রগামীকে (Tollygunge Agragami) কে ৪-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করল সাদা কালো ব্রিগেড।


মহামেডানের জয়


ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ব্ল্যাক প্যান্থার্সরা। ম্যাচের ১৪ মিনিটে অভিষেক হালদার গোল করে সাদা কালো ব্রিগেডকে কাঙ্খিত লিড এনে দেন। ৩৫ মিনিটে অভিজিৎ সরকারের পা থেকে আসে দ্বিতীয় গোলটি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধেও টালিগঞ্জের বিরুদ্ধে চাপ হালকা হতে দেননি মহামেডানের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুইটি গোল। অভিজিৎ সরকার ম্যাচে নিজের দ্বিতীয় ও মহামেডানের তৃতীয় গোলটি করেন। ৭৯ মিনিটে গণেশ বেসরা দলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটি করেন। 


প্রসঙ্গত, মহামেডানের কোচের পদ থেকে মেহরাজউদ্দিন ছাঁটাই হচ্ছেন, সেই জল্পনা আগেই শোনা যাচ্ছিল। এবার পরবর্তী কোচের নামও সামনে চলে এল। কোনও নতুন মুখ নয়, শোনা যাচ্ছে সাদা কালো ব্রিগেডের প্রাক্তন কোচ, রাশিয়ান আন্দ্রে চেরনিশভের হাতেই ফের একবার রিমোট কন্ট্রোল তুলে দিতে চলেছে মহামেডান।


ইস্টবেঙ্গলের জয়


ইস্টবেঙ্গলের (East Bengal) বিজয়রথ অব্যাহত। এবার কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) কলকাতা কাস্টমসের বিরুদ্ধে জয় পেল লাল হলুদ শিবির। তবে তিন পয়েন্টের জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হল ইস্টবেঙ্গল। শেষ লগ্নে গোল পেয়ে জয় পায় কলকাতা জায়ান্টরা। ৮৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মহিতোষ।


এই ম্যাচের আগেও গ্রুপ শীর্ষেই ছিল লাল হলুদ। এই তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সের টিকিট কার্যত পাকা করে ফেলল ইস্টবেঙ্গল। ১১ ম্যাচের পর ইস্টবেঙ্গলের দখলে আপাতত ২৬ পয়েন্ট রয়েছে। ৭১ মিনিটে দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখায় মাঠ ছাড়তে বাধ্য হন বিশ্বজিৎ হেমব্রম। ১০ জনে কাস্টমস নেমে যাওয়ার পরই গোলের জন্য মরিয়া ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। শেষমেশ ৮৭ মিনিটে কাঙ্খিত সাফল্য আসে। মহিতোষ গোল করেন। ম্যাচের শেষ মুহূর্তে কাস্টমস গোলের একটি বড় সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে ১-০ স্কোরলাইনে জয় পায় ইস্টবেঙ্গল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: জোড়া অ্যাসিস্ট মেসির, সিনসিনাটিকে হারিয়ে ফের এক কাপের ফাইনালে ইন্টার মায়ামি