নয়াদিল্লি: তাঁকে অপসারণের জন্য আন্দোলন শুরু করেছিলেন দেশের পদকজয়ী পালোয়ানরা। যাঁরা অলিম্পিক্সের পোডিয়ামে দাঁড়িয়েছেন, তাঁরাই দিনের পর দিন কাটিয়েছেন রাজধানীর বুকে। রাস্তায়। খোলা আকাশের নীচে। কিন্তু জাতীয় কুস্তি সংস্থাকে পুরোপুরি ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhusan Saran Singh) প্রভাবমুক্ত করা গেল কি?


ভারতের পালোয়ানদের প্রশ্ন করলে হতাশ হতে হবে। কারণ, সকলেই নিশ্চিত, বকলমে কুস্তি সংস্থা চালাবেন ব্রিজভূষণই। কারণ, বৃহস্পতিবার জাতীয় কুস্তি সংস্থায় নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জয় সিংহ। যিনি ব্রিজভূষণের বিজনেস পার্টনার। বিজেপি নেতা ব্রিজভূষণের সঙ্গে উত্তরপ্রদেশের কুস্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয়ের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত।


নির্বাচনের ফলে চূড়ান্ত হতাশ বিনেশ ফোগত। চ্যাম্পিয়ন কুস্তিগীর জানিয়েছেন, মহিলা পালোয়ানদের ওপর শোষণ চলতে থাকবে। ভয়াবহ ছবিটা পাল্টাবে না। বিনেশ বলেছেন, 'ভারতের মহিলা কুস্তিগীরদের ভবিষ্যৎ ভাবতে গিয়ে আশঙ্কা হচ্ছে, তারা না শোষণের শিকার হয়।'


বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সঞ্জয় সিংহ (Sanjay Singh)। যিনি কুস্তি সংস্থার অপসারিত প্রেসি়ডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ বলেই পরিচিত।


আর সেই ক্ষোভে কুস্তি থেকে অবসরই নিয়ে ফেললেন সাক্ষী মালিক (Sakshi Malik)! ২০১৬ সালে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যখন বিক্ষোভে উত্তাল গোটা দেশের পালোয়ানরা, তখন সেই প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সাক্ষী। তবে বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, অবসর নিচ্ছেন। সাক্ষী বলেছেন, 'হৃদয় দিয়ে লড়াইটা করেছিলাম। আমরা ৪০ দিন রাস্তায় শুয়েছিলাম। যাঁরা আমাদের প্রতিবাদে সমর্থন জানাতে এসেছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। ব্রিজ ভূষণ সিংহের বিজনেস পার্টনার এবং ঘনিষ্ঠ কেউ যদি ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হন, আমি কুস্তি ছেড়ে দিচ্ছি।' তারপরই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সাক্ষীকে।


নির্বাচনে জিতে সঞ্জয় বলেছেন, 'দেশের হাজার হাজার পালোয়ান গত ৭-৮ মাসে যে যন্ত্রণা ভোগ করেছেন, এটা তার জয়।' ভারতীয় কুস্তিপ্রেমীরা অবশ্য নির্বাচন সম্পন্ন হওয়ায় আশার আলো দেখছেন। কারণ, ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছিল আন্তর্জাতিক কুস্তি সংস্থা। তবে নির্বাচন হওয়ায় সেই নির্বাসন এবার উঠে যাওয়ার কথা।


আরও পড়ুন: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে