পোর্ট অফ স্পেন: লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের, বিশেষ করে ঋদ্ধিমান সাহা ও আর অশ্বিনের ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা প্রাপ্তি বলে মন্তব্য করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সিরিজে ২-০ জিতেছে টিম ইন্ডিয়া।

কুইন্স পার্ক ওভালে বৃষ্টির চতুর্থ তথা শেষ টেস্ট ড্র ঘোষণা করা হয়। সিরিজের ফলাফলে খুশি অধিনায়ক। কোহলি বলেছেন, আমাদের পক্ষে এই সফর খুবই ভালো হয়েছে। এই সিরিজে কয়েকটি বিষয়ের উন্নতি ঘটানোর লক্ষ্য নিয়েছিলাম এবং সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি। আমার কাছে সবচেয়ে ইতিবাচক বিষয় হল লোয়ার অর্ডারে রান পেয়েছে ঋদ্ধি। এছাড়াও ৬ নম্বরে নেমে অশ্বিনও খুব ভালো ব্যাটিং করেছে।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় টেস্টে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে হাল ধরেন ঋদ্ধি ও অশ্বিন। দুজনেই সেঞ্চুরি করে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দেন।

কোহলি আশাবাদী, দলের লোয়ার অর্ডারের এই ব্যাটিং পারফরম্যান্স আরও উন্নত করা যাবে। কারণ, এই পজিশনে রান পাওয়াটা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কোনও দল ধারাবাহিক ভাবে ভালো ফল করলে সবসময়ই সেখানে লোয়ার অর্ডারের অবদান থাকে। তাই লোয়ার অর্ডারের ব্যাটিংকে আরও মজবুত করতে হবে বলে মন্তব্য করেছেন কোহলি।