কলকাতা: ঘরের মাঠে টেস্টে ম্যাচের সেরা বঙ্গসন্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে দুই ইনিংসেই অপরাজিত অর্ধশতরান করেছেন ঋদ্ধিমান সাহা (প্রথম ইনিংসে অপরাজিত ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৬। ইডেনে ম্যাচ জিতে সিরিজে ২-০ তে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। ম্যাচের পর দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট কোহলি। বললেন, এই মুহূর্তে দেশের সেরা উইকেটকিপার ঋদ্ধিই।
এই প্রথম কোনও টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঋদ্ধি। তাও আবার ঘরের মাঠে। কোহলি বলেছেন, টেস্ট ক্রিকেটে এখন দারুন পারফর্ম করছে ঋদ্ধি। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেঞ্চুরি ওর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। লোয়ার অর্ডারে কীভাবে ব্যাট করতে হয়, তা ও এখন ভালোমতোই জানে।
স্ট্যাম্পের পিছনে গ্লাভস হাতে ঋদ্ধির পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত অধিনায়ক। কোহলি বলেছেন, উইকেটরক্ষক হিসেবে ও দারুন পারফর্ম করছে। সেইসঙ্গে ব্যাটিংটাও করতে পারে। নিজের শট খেলতে ঋদ্ধির কোনও জড়তা নেই।
উল্লেখ্য, ভারতের চতুর্থ উইকেটরক্ষক হিসেবে একই টেস্টের দুটি ইনিংসে অর্ধশতরান করার কৃতিত্বের অধিকারী হলেন ঋদ্ধি। মহেন্দ্র সিংহ চারটি টেস্টে এই কৃতিত্ব দেখিয়েছেন। ফারুক ইঞ্জিনিয়ার এবং দিলাওয়ার হুসেন একবার করে এই কৃতিত্ব অর্জন করেছেন।
ঋদ্ধিই এখন দেশের সেরা উইকেটরক্ষক, প্রশংসায় পঞ্চমুখ কোহলি
ABP Ananda, web desk
Updated at:
04 Oct 2016 12:16 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -