কলকাতা: বঙ্গ ক্রিকেটকে কি সত্যিই বিদায় জানাতে চলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)?
সম্ভবত সেই আশঙ্কা সত্যিই হতে চলেছে। সিএবি (CAB) কর্তাদের সঙ্গে সম্পর্কের বরফ গলেনি। এখনও সিএবি কর্তাদের প্রতি একরাশ অভিমান পুষে রেখেছেন। ঋদ্ধিমান সাহা সাফ জানিয়ে দিচ্ছেন, শীঘ্রই সিএবি-তে গিয়ে লিখিত আবেদন দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি চাইবেন। তারপর যোগ দেবেন অন্য রাজ্যের দলে।
ঘরোয়া ক্রিকেটে পরের মরসুমে কোন দলের হয়ে খেলতে দেখা যাবে? এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলছেন, 'অনেক রাজ্যের প্রস্তাব পেয়েছি। এখনও কিছুই চূড়ান্ত নয়। সব কিছু ঠিক হলেই জানাব।'
শোনা যাচ্ছে, ত্রিপুরা ক্রিকেট সংস্থা নাকি বেশ ভাল প্রস্তাব দিয়েছে? যেখানে ক্রিকেটার হিসাবে খেলার পাশাপাশি দলের মেন্টর হিসাবেও কাজ করতে পারবেন? ঋদ্ধি ধোঁয়াশা বজায় রেখে বলছেন, 'পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত ও দক্ষিণ ভারত, দেশের সব প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য দলের প্রস্তাব পেয়েছি। তাই কোনও একটা দলের কথা বলা ঠিক নয়।'
তবে কেন ঋদ্ধিমানকে আদর্শ টিমম্যান বলে দরাজ সার্টিফিকেট দেন অনেকে, তা ফুটে উঠল উইকেটকিপারের পরের কথায়। 'আমি যে দলেই যাই না কেন, দেখব সেখানে কোনও উঠতি, প্রতিভাবান উইকেটকিপার রয়েছে কি না। কেউ যদি কোনও রাজ্য দলের হয়ে ভাল খেলে, বা এমন কেউ যদি কোনও দলে থাকে যে নির্বাচকদের নজরে রয়েছে, জাতীয় দলের ভবিষ্যৎ বলা হচ্ছে, সেরকম দলে যাব না। আমি কারও জায়গা কেড়ে নিতে চাই না। চাই না আমার জন্য কেউ নিজেকে প্রমাণ করার মঞ্চ থেকে বঞ্চিত হোক,' বলছিলেন ঋদ্ধিমান।
কবে যাবেন সিএবি-তে? ঋদ্ধি বলছেন, 'সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সম্ভবত জাতীয় দলের ম্যাচ দেখতে ব্যস্ত। উনি ফাঁকা হলেই সিএবি-তে গিয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করব এনওসি দেওয়ার জন্য।'
আরও পড়ুন: '৫০ করায় বাবা কিনে দিয়েছিলেন ট্র্যাকশ্যুট, বাড়ি ফিরলেই মেয়ের চিন্তা, আবার কবে ম্যাচ'