কলকাতা: বাংলার উপর অভিমান করে দল ছেড়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আসন্ন ঘরোয়া মরসুমে খেলবেন ত্রিপুরার হয়ে। তাতে কী, দীর্ঘদিন দক্ষতার সঙ্গে বাংলার জার্সিতে ফুল ফুটিয়েছেন তারকা কিপার-ব্যাটার। সেই অবদানের জন্যই সোমবার বঙ্গভূষণ (Bangabhusan Award) সম্মানে সম্মানিত করা হল ঋদ্ধিকে।
আগেই ঋদ্ধিমানের পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়েছিল। সেইমতোই নজরুল মঞ্চে সোমবার (২৫ জুলাই), আনুষ্ঠানিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নিজের হাতে ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন। এই সম্মান পেয়ে খানিকটা আবেগতাড়িত ঋদ্ধি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, 'আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসনকে আমাকে এই সম্মানের অধিকারী মনে করার জন্য ধন্যবাদ জানাতে চাই। এটি পেয়ে আমি গর্বিত এবং এর জন্য আমি কৃতজ্ঞও বটে।'
দেশের হয়ে বিশ্বক্রিকেট ৪০টি টেস্ট খেলেছেন ঋদ্ধি। তবে জাতীয় দল থেকে চিরতরে তার নাম কাটা গিয়েছে। আর কোনওদিন তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফে। রাজ্য ক্রিকেট সংস্থার অন্যতম শীর্ষকর্তা অসম্মান করেছেন বলে অভিমানে বাংলাও ছেড়েছেন তিনি। এবার আসন্ন মরসুমে পাপালির সামনে নতুন চ্যালেঞ্জ নিজেকে পুনরায় প্রমাণ করার। সেই চ্যালেঞ্জে তিনি কতটা সফল হবেন, তা সময়ই বলবে। তবে বঙ্গভূষণ সম্মানটা তার বর্ণময় অতীতকে আজ আবারও একবার মনে করিয়ে দিল।
আরও পড়ুন: বাংলার কোচের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল, ব্যাটিং পরামর্শদাতা রমন!