নয়াদিল্লি : মেটা অধিকৃত ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম (Instagram)  নতুন-নতুন ফিচার নিয়ে আসছে। তার মধ্যে একটি হল 'Your activity' । যা খুব শিগগিরিই সকলের ব্যবহারের জন্য অ্যাভেইলেবল হবে। এতে করে ব্যবহারকারীরা একই সঙ্গে অনেক পোস্ট ম্যানেজ করতে পারবে। একসঙ্গে একগুচ্ছ ছবি, কমেন্ট, রিঅ্যাকশনসও ম্যানেজ করা যাবে। কেউ যদি একসঙ্গে একাধিক ছবি আর্কাইভ করতে চান বা মুছে ফেলতে চান, তাও করা যাবে এর মাধ্যমে। 



" গত বছর শেষের দিকে, আমরা কয়েকটি নতুন ফিচার আনার জন্য কাজকর্ম শুরু করি। '' সংস্থার তরফে ব্লগপোস্ট করে জানানো হয়েছে (blogpost)) । এখন এই নতুন ফিচার, যার নাম 'Your activity'। তারিখ মডিফিকেশন করে পুরনো পোস্ট, কমেন্ট, এমনকী স্টোরির রিপ্লাইও দেখা যাবে এর মারফত। এই ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রাম কনটেন্ট sort and filter ও করা যাবে। কোনও নির্দিষ্ট সময়সীমা সিলেক্ট করে সেই সময়ের পোস্টগুলি দেখা, ডিলিট ও অন্যান্য কাজও করা যাবে এবার। শুধু তাই নয়, সদ্য ডিলিট করা কনটেন্স পুনরুদ্ধার সম্ভব । হিস্ট্রে চেক করা যাবে। 






কিছুদিন আগে এই কোম্পানি 'Security checkup' ফিচার নিয়ে আসে। যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে সন্দেহ আছে, তাদের জন্য এই ফিচার খুব উপকারী। এখন সকলেই এটা ব্যবহার করেন। এই ফিচার সকলকে সাহায্য করবে যাতে গুরুত্বপূর্ণ কিছু পদ্ধতি অবলম্বন করে অ্যাকাউন্টকে সুরক্ষিত করা যায়। এর মারফত ফেসবুকের মতোই login activity ফিরে দেখা যাবে। login সংক্রান্ত তথ্য দেখা যাবে। এছাড়া account recovery contact ও আপডেট করা যাবে। ফোন নম্বর , ই-মেল আইডি আপডেট করা যাবে।  এখনও কেউ যদি কোম্পানি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কোনও পোস্ট করে , তা সংস্থা নোটিফাই করে অ্যাকাউন্ট স্টেটাসে।